Best 200+ Instagram Status in English and Bangla 2024 - Instagram Status
আপনার জন্যে সেরা কিছু Instagram Status নিয়ে এসেছি । যা দিয়ে আপনার Instagram কে আরো আকর্ষনীয় করতে পাড়বেন। বাংলা ও ইংরেজি দুই ভাষায় লিখা হয়েছে।
তো চলুন দেখে নিই, Instagram Status in English and Bangla এর কিছু জনপ্রিয় স্ট্যাটাস।
আরো পড়ুন : Best 100+ Whatsapp Status in Bangla and English 2024
Best Instagram Status Bangla
➪"স্বপ্ন পূরণের পথে পালকে আঁখি রেখেছি। 💫 #স্বপ্নপরায়ণ"
➪"জীবনের চলন্ত পথ, নক্ষত্রের নির্দেশিত আয়ামে। 🌌💖"
➪"ছোট্ট ছোট্ট ক্ষণে আনন্দের আবৃত্তি বার্তা পাঠাচ্ছি। ✨ #আবৃত্তিবিশ্বাস"
➪সূর্যের আলো এবং ভালো মনের সঙ্গে ঘুমন্ত আছি। ☀️😴"
➪"ভ্রমণে নতুন আলোর সঙ্গে পুরাতন আত্মার সংযোগ। 🌍💞"
➪ "সাংসারিকভাবে মেঘ মেলে নিবছি, কিন্তু প্রতিটি ক্ষণে ভালোবাসছি। ☁️💖"
➪"আমার হৃদয় একে অপূর্ণ, তবে সবকিছুই উন্নতির মধ্যে প্রেম সহিত। ❤️🌟"
➪"বিদায় বলে না, শুরু করতে বলুন অনেকটা। 💬🚀"
➪ "সূর্যাস্তে প্রেমের সঙ্গে দিনের শেষ করি। 🌅💖"
➪"পানির সাথে মিশে নতুন স্বপ্ন আঁকছি। 🌊🎨"
➪"সৃষ্টি করা অমিল মৌলিক নয়, তবে প্রতিটি প্রয়াস উন্নতিতে। 🎨💫"
➪ "আমি মুভি নেই, তবে অভিনেতা এবং নায়িকা হতে চাই। 🎬✨"
➪"যে কেউ আমার মূল্য দেখে এবং তাতে যোগ করে। 💎💖"
➪"বস্তুত জীবন খুঁজে পেতে হলে তোমাকে নিজেকে হারাতে হবে না। 🕵️♂️💫"
➪ "চলতে চলতে সবচেয়ে বড় পরিবর্তন আসে। 🔄💭"
➪ "সব কিছু কিছুটা প্রতিকূল, কিন্তু সবটুকুই সুন্দর। 🌪️🌹"
➪"প্রেম আপনার পথের আলো, তার সঙ্গে হাসি আপনার গাইড। 💡😊"
➪ "বিশ্বাসের বাদামি ঘরে থাকবে সততা এবং প্রেম। 🏠💖"
➪ "ভুলের মত চেষ্টা করবেন না, বরং উন্নতি করবেন। 💪💫"
➪ "সবার আগে নিজেকে প্রকাশ করুন, পরে প্রসিদ্ধি আসবে। 🌟🌱"
➪ "অদৃশ্য হওয়া সহজ, স্বপ্ন সাধনা কঠিন। 🌈💭"
➪"আমি চায়, তাই আমি প্রস্তুত করছি। ☕💼"
➪ তুমি যদি বাসো ভালো, চাঁদের মতো দেব আলো, যদি আমায় ভাবো আপন, হব তোমার মনের মতন, নদী যেমন দেয় মোহনা, তোমার ই আমি তোমার উপমা।
➪ অনেক দিন পর তোমাকে দেখলাম তোমাকে দেখে থমকে দারিয়ে ছিলাম আমি খুব কষ্টে নিজেকে সামলে নিলাম যখন তুমি আমাকে দেখে না দেখার ভান করলে তখন আমার দারুন লেগেছে তোমাকে সেই অনুভুতির কথা বলে বুঝাতে পারবো না।
➪ হৃদযের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে। ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি। কি করে বুঝাবো তারে আমি কতটা ভালবাসি?
➪ কাউকে আবেগের ভালোবাসা দিওনা, মনের ভালোবাসা দিও ! কারন আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে…
➪ তোমার হয়ে আছি আমি’ তোমার হয়ে থাকবো সারা জীবন তোমায় আমি ভালবেসে যাবো পাশে থেকো সারা জীবন দুরে যেয়ো না তোমায় ছারা একটুও আমার’ ভালো লাগে না।
➪মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে। যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে।
➪তোমার হয়ে আছি আমি’ তোমার হয়ে থাকবো~সারা জীবন তোমায় আমি’ ভালবেসে যাবো~পাশে থেকো সারা জীবন’ দুরে যেয়ো না~তোমায় ছারা একটুও আমার’ ভালো লাগে না
➪তোমায় আমি বলতে চাই,তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই। ভালবাসি শুধু তোমায় আমি,জনম জনম ভালবাসতে চাই।
➪নরমাল হাতের সুইট লেখে| বন্ধু আমি ভেরী একা| চাঁদের গাঁয়ে জোসনা মাখা, মোনটা আমার ভিষন ফাকা| ফাকা মোনটা পূরণ কর, একটু আমায় স্বরন কর|
➪আমি যদি চলে যাই’ নীল আকাশের কাছে~আমায় তুমি খুজে নিয়ো’ সন্ধা তারার মাঝে~একা যদি লাগে তোমার’ মনে রেখো আমায়~দক্ষিনা বাতাস হয়ে আমি’ ছুয়ে দিবো তোমায়
➪আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোন স্বপ্ন নেই তুমি ছাড়া, আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া, আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া, আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া, আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !
➪ভালবাসা কি? তপ্ত মরুর বালুর শিখা, ভালবাসা কি? নদীর স্রোতে ভাসমান কোন ণৌকা, ভালবাসা কি? ভেসে আসা কোন সুখের ভেলা, ভালবাসা কি? দুখের মাঝে হাসি মিশ্রিত কান্না, ভালবাসা কি? কোন এক অজানা ঠিকানা? ভালবাসা কি? ভালবাসা কাকে বলে
➪তুমি আমাকে যতই কষ্ট দাও… আমি তোমাকে আপন করে নেবো, তুমি আমাকে যতই দুঃখ দাও… আমি সেই দুঃখকেই সুখ ভেবে নেবো, তুমি যদি আমাকে ভালোবাসা দাও… তোমাকে এই বুকে জড়িয়ে নেবো, আর কখনও যদি তুমি আমাকে ভুলে যাও, আমি তোমাকে সারাটি জীবন… নিরবে ভালবেসে যাবো…!
➪তোমাকে খুব মনে পড়ছে দিব তোমায় লাল গোলাপ। সপ্নে গিয়ে করবো আলাপ। বলবো খুলে আমার কথা। আছে যত মনের কথা। বলবো তোমায় ভালোবাসি। থাকবো দুজন পাশাপাশি।
➪আমার ভালোবাসায় কোন জটিলতা ছিলো নাজটিলতা ছিলো তোমার মনের ভিতরে ভালোবাসা আমায় ছেরে চলে যায় নিতুমি আমাকে ছেরে চলে গেছো
➪নদীর পারে বসে আমি লিখছি কবিতা~দুই নয়নে ভাসে শুধু তোমার ছবিটা~মেঘলা আকাশ একলা আমি’ একলা আমার মন~ভাবছি কবে হবে তুমি আমার আপন জন
➪শীতের চাদর জড়িযে,কুয়াশার মাঝে দাড়িয়ে, হাত দুটো দাও বাড়িয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন, বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।
➪যতো ভালবাসা পেয়েছি তোমার কাছ থেকে। দুষ্টু এই মন চায়, আরো বেশি পেতে।কি জানি, তোমার মধ্যে কি আছে, কেনো যে এ মন চায়, তোমাকে আরো বেশি করে কাছে পেতে।
➪যার মনটা পাথরের মতো শক্ত, জীবনে তাকেই ভালোবাসো। কারণ সেই পাথরে যদি একবার ফুল ফোটাতে পারো, তবে সেই ফুল শুধু তোমাকেই সুবাশ দিবে, আর কাউকে নয়।
➪আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোন স্বপ্ন নেই তুমি ছাড়া, আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া, আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া, আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া, আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !
➪তুমি সেই কবিতা ! যা প্রতি দিন ভাবি… লিখতে পারিনা। তুমি সেই ছবি! যা কল্পনা করি… আঁকতে পারি না। তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন চাই… কিন্তূ তা কখনো-ই পাই না।
➪পৃথিবীর সব কিছু মিথ্যা হলেও, ছেলেদের চোখের অশ্রু কখনো মিথ্যা নয়। কারন ছেলেরা খুব কষ্ট না পেলে, কথনো তাদের দামি অশ্রু ঝরায় না.
➪ভালবাসায় এমন কেন হয়? যখন ছেলে বুঝে তখন মেয়ে বুঝেনা ! যখন মেয়ে বুঝে তখন ছেলে বুঝেনা ! কখনো উভয়ে বুঝে, কখনো কেউ ই বুঝেনা… ভালবাসায় কেন এত মান-অভিমান? কেন এত লুকুচুরি? বলুনতো,
➪প্রেম মানে হৃদয়ের টান,প্রেম মানে একটু অভিমান,২টি পাখির ১টি নীর,১টি নদীর ২টি তির,২টি মনের ১টি আশা তার নাম ভালবাসা
➪এতো কষ্ট পেয়েও, তোমাকে ভুল বুঝি নি। এতো দূরে রয়েও, তোমাকে ভুলে যায় নি। নির্ঘুম রাত জেগেও, স্বপ্ন নিয়ে বেঁচে আছি। কেনো জানো ? তোমায় খুব ভালবাসি তাই।
➪যখন আমি তোমাকে দেখি তখন আমার হৃদয় থেকে একটা কথা বেরিয়ে এসে চিৎকার করে বলতে চাই, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। I Love You!!
➪একটি ছোট্ট আশা ভালোবাসার জন্ম দেওয়ার জন্য যথেষ্ট।
➪যখন আমি বলি, আমি তোমাকে ভালোবাসি, তখন তা আমি অভ্যাসের বশে বলি না, তখন আমি তোমাকে মনে করিয়ে দিই যে তুমিই আমার জীবন।
➪দুনিয়ার জন্য তুমি একটা সাধারণ মানুষ, কিন্তু একটি সাধারণ মানুষের কাছে তুমি তার সম্পূর্ণ দুনিয়া।
➪আমি কি তোমার কাছে একটা Kiss ধার নিতে পারি,… কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেব।
➪চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাস আমিও ঠিক তেমনি ই করে একজনকে ভালোবাসি তোমার ভালোবাসা যেমন কেউ বুঝে না ঠিক তেমনই করে, আমার ভালোবাসা বুঝে না।
➪তোমার একটা পিকচার দাও না,আমার সন্তানদের দেখাতে চাই তাদের মা ১৮ বছরে কেমন ছিল!
➪Thank you, my love, পৃথিবীর মধ্যে সব থেকে ভাগ্যবান আমি, আমাকে এই অনুভূতি টা দেওয়ার জন্য ধন্যবাদ।
➪যখন আমি তোমাকে প্রথম দেখি… অন্তর থেকে আওয়াজ আসে,… ওহ,…এই তো আমার ভালোবাসা, আমার রাজকুমারী,…যাকে আমি এতো দিন থেকে খুজছিলাম।
➪চলো, আমরা জীবনের পথটা এক সাথে হেঁটে পার করি। চলার পথে তোমার যা যা প্রয়োজন হবে আমরা ভাগাভাগি করে নিব।
➪খুব নিশিতে কষ্ট হলে, মাথা রেখ চাঁদের কোলে,তবুও যদি কষ্ট থাকে চোখ রেখ আমার চোখে।কষ্ট রেখোনা বুকের মাঝে পাঠিয়ে দিও আমার কাছে।
➪তোমায় নিয়ে স্বপ্ন আমার,তোমায় নিয়ে যত আশা,তোমাকে দিলাম আমার হৃদয় ভরা ভালোবাসা।
➪বড় ইচ্ছা হয় তোমাকে সাথে নিয়ে ১ দিন পূর্ণিমার চাদ দেখবো। সেদিন চাঁদকে বলবো। চাঁদ দেখ আমার মনের মানুষটি তোমার চেয়ে কত সুন্দর।
➪ঝড়ের পরে সব সময় আমার রংধনু হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।
➪প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে বুঝা যায় না। প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে জীবনকে অনুভব করা যায় না ।
➪বন্ধু আমি চাইনা তোমার অসীম সুখের ভাগ,কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমায় ডাক! তোমার মুখে কান্না নয় দেখতে চাই হাসি,মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি!
➪এক মুঠো মিষ্টি রোদ ,এক গুচ্ছ গোলাপ, কিছু স্বপ্ন,শিশুর কোমলতা আর আমার হৃদয় রাঙানো ভালোবাসা দিলাম তোমায়।
➪যদি জোনাকি হতাম উড়ে যেতাম তোমার কাছে,মিট মিট করে জোলতাম তোমার চারপাশে। নীরবে বসতাম তোমার পাশে,এর বলতাম আই লাভ ইউ।
➪তুমি সেই স্বপ্নপরী যাকে নিয়ে স্বপ্ন দেখি। তুমি সেই অনুভুতি যাকে আমার মন অনুভব করে। তুমি সেই প্রেমিকা যার ভালবাসার ছন্দ প্রেমিক আমি।
➪একজন প্রকৃত প্রেমিক শত শত মেয়েকে ভালোবাসে না,বরং সে একটি মেয়েকেই শত উপায়ে ভালোবেসে থাকে।
➪একটা আকাশে অনেক তারা,একটা জীবনে দুঃখ ভরা,অনেক রকম প্রেমের ভুল,ভুলের জন্য জীবন দিবো,তবু আমি তোমারি রবো।
➪প্রদীপ জ্বালিয়ে রেখো, আঁধার কেটে যাবে। চোখ বুজে থেকো, স্বপ্ন দেখতে পাবে। মন খুলে রেখো,সুখ উড়ে আসবে।হৃদয় দিয়ে ডেকো,তোমার মাঝে আমায় খুঁজে পাবে।
➪কেন যেন তোমার কথা আজও মনে পরে,ভালোবাসার কাব্য লিখি বন্ধু তোমার চোখে,একবার যদি আসতি ফিরে আমার মনের তীরে,আমার শুন্য মনে বাধিতাম বাসা তোমায় ঘিরে।
➪হৃদয়ের ক্যানভাসে তোমারি রং দিয়ে আঁকা এক ছবি, সেই ছবিটি বলে শুধু তোমায় ভালোবাসি।
➪সময়ের স্রতে যদি ভেসে যাই দূরে বন্ধু তুমি কোনদিন ভুলিও না মোরে বাস্তবতার কারনে যদি হয়ে যাই পর কখনো ভাবিও না বন্ধু আমায় স্বার্থপর ।
➪তোমার চোখ বন্ধ করতো ,কি অন্ধকার দেখে পাও? তোমাকে ছাড়া এই রকম এ আমার জীবন। আই লাভ ইউ।
➪যতই দেখি ভালো লাগে, চোখ সরে না। আমার থেকে দূরে গেলে মন মানে না। এত ভালোবাসি তোমায়, তুমি বুঝ না।
➪আমি দেখিনিতো প্রিয়ার চোখের নীরব অভিমান,দেখলে পরে চোখের জলে করতাম
সূর্যস্নান। আমি দেখেছি শুধু প্রিয়ার চোঁখে আলো আঁধারের খেলা,তা দেখেই মোর ভালোবাসা নিয়ে যাই গোধূলীবেলা।
➪মন হলো এক মায়াবী পাখি
তাকে কখনও বন্দী করে রাখা যায়না,
সর্বদা সে ছুটে চলে সেখানে
যেখানে আছে ভালোবাসার ঠিকানা।
➪যার নয়ণে রেখে নয়ণ দেখেছিলাম সুখের স্বপন
সেই আমায় পর ভাবলো করলো না আপন।
কাঁদে আকাশ কাঁদে বাতাস কাঁদে পোড়া মন
ভালোবাসা এমনি হয় শুধু ব্যথার শ্রাবণ।
➪কাঁটার আঘাত চাইনা আমি চেয়েছি ফুলের মালা
আপন মানুষ পর হয়েছে ভালোবাসা এখন পুতুল খেলা।
➪নানা রঙের কতো মানুষ আছে এই দুনিয়ায়
কে আসল কে নকল বোঝা বড়ো দায়।
➪যখনি একটু দুঃখটা মুছে দিতে যাই
আবার নতুন করে আরো বেশী কষ্ট যে পাই
রাখবার জায়গাতো আমার আর নাই, রাখবো কোথায়?
➪পারছিনা আর বইতে তোমাদের দেয়া খুশি
ঘুরিয়ে দিও আমার সেই পুরনো হাসি।
বার বার কেনো মিথ্যে বলো
আমি তোমায় ভালোবাসি?
➪বন্ধু আমি চাইনা তোমার অসীম সুখের ভাগ,
কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমায় ডাক!
তোমার মুখে কান্না নয় দেখতে চাই হাসি,
মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি!
➪"ছবি আমার বুকে বেধে
পাগল হয়ে কেঁদে কেঁদে
ফিরবে মরু কানন গিরি
সাগর আকাশ বাতাশ চিরি
সেদিন আমায় খুজবে
বুঝবে সেদিন বুঝবে।"
➪যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে, তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায়!! কিন্তু যে ভালোবাসা কোন কিছুর উপরই নির্ভর করেনা, সেটাই চির জীবনের জন্য থেকে যায়, এটাকেই হয়তো বলে "স্বার্থহীন ভালবাসা"
➪প্রেম এক সুখ পাখি! পুষতে হয় বুকের খাঁচায়। সেই প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে কাদায়।
➪ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি, যখন ছেলেটি বুঝে, তখন মেয়েটি বুঝে না, যখন মেয়েটি বুঝে তখন ছেলেটি বুঝে না। আর যখন উভয়ই বুঝে তখন দুনিয়া বোঝে না।
➪যদি আকাশে কোন খসে পড়া তারা দেখো
তাহলে তখন একটা উইশ কর
তোমার সেই উইশ পুরন হবেই
কারন এই ভাবেই তো আমি তোমায়
নিজের করে পেয়েছিলাম।
➪আমাদের জীবন হলো ঝরে যাওয়া পাতা
যেখানে যাই সেখানে পাই শুধু বেথা।
আমাদের জীবন হলো সুভাশ বিহিন ফুল
সেখানে যাই সেখানে সবাই বুঝে ভুল।
আমারদের জীবন হলো পানি বিহিন নদ
ভালোবেসে হারালাম জীবনেরই পথ।
➪"প্রত্যাশাই সকল মর্মবেদনার কেন্দ্র বিন্দু" – উইলিয়াম শেক্সপিয়র
➪তিনটি শব্দ, আটটি অক্ষর, দুইটি স্পেস, পাঁচটি ভাওয়েল, একটি আবেগ, অনেক অর্থ, একটি শান্তির কথা - I LOVE YOU
➪একটা আকাশে অনেক তারা, একটা জীবনে দুঃখ ভরা, অনেক রকম প্রেমের ভুল, ভুলের জন্য জীবন দেবো, তবু আমি তোমারি রবো।
➪মন হলো এক মায়াবী পাখি
তাকে কখনও বন্দী করে রাখা যায়না,
সর্বদা সে ছুটে চলে সেখানে
যেখানে আছে ভালোবাসার ঠিকানা।
➪যার নয়ণে রেখে নয়ণ দেখেছিলাম সুখের স্বপন
সেই আমায় পর ভাবলো করলো না আপন।
কাঁদে আকাশ কাঁদে বাতাস কাঁদে পোড়া মন
ভালোবাসা এমনি হয় শুধু ব্যথার শ্রাবণ।
➪কাঁটার আঘাত চাইনা আমি চেয়েছি ফুলের মালা
আপন মানুষ পর হয়েছে ভালোবাসা এখন পুতুল খেলা।
➪নানা রঙের কতো মানুষ আছে এই দুনিয়ায়
কে আসল কে নকল বোঝা বড়ো দায়।
➪যখনি একটু দুঃখটা মুছে দিতে যাই
আবার নতুন করে আরো বেশী কষ্ট যে পাই
রাখবার জায়গাতো আমার আর নাই, রাখবো কোথায়?
➪পারছিনা আর বইতে তোমাদের দেয়া খুশি
ঘুরিয়ে দিও আমার সে
ই পুরনো হাসি।
বার বার কেনো মিথ্যে বলো
আমি তোমায় ভালোবাসি?
আরো পড়ুন : Best 1000+ Facebook Caption English 2024
Best Instagram Status English
➪"Chasing dreams and catching sunbeams 🌟"
➪ "Life's a journey, not a destination 🌿 #AdventureTime"
➪"Finding joy in the little things 💫 #Gratitude"
➪"Sipping on sunshine and good vibes ☀️✌️"
➪ "Exploring new horizons and old soul connections 🌎💖"
➪"Hustle in silence, let success make the noise 💼🔥"
➪"Current mood: chasing sunsets and dreams 🌅💭"
➪"In a committed relationship with wanderlust and wonder 🗺️✨"
➪ "Making memories and magic happen, one day at a time 🎩✨"
➪"Life's too short for bad vibes and boring adventures 🚀😎"
➪"Living for the moments that take your breath away 💨💖"
➪ "Letting the stars guide my steps and dreams guide my heart 🌌💫"
➪"Forever a work in progress, but loving every step of the journey 🛤️💖"
➪ "Coffee in one hand, confidence in the other ☕💪"
➪"Embracing the chaos and finding beauty in the messy moments 🌪️🎨"
➪"Surround yourself with those who see your value and add to it 💎💞"
➪ "Striving for progress, not perfection 📈💫"
➪ "Dancing through life's ups and downs like nobody's watching 💃🎶"
➪"Blessed beyond measure, grateful beyond words 🙏💖"
➪ "Life's too short to wear boring outfits and have dull adventures 👗✨"
➪"Sparkle wherever you go, darling ✨💖"
➪"Collecting memories like seashells along the shore 🐚🌊"
➪ "Inhaling confidence, exhaling doubt 💨💪"
➪"Choose joy, spread love, and chase dreams relentlessly 💖✨"
➪ "Radiating positivity like it's going out of style 🌟😊"
➪"Living my best life, one day at a time."
➪"Embracing the journey, not just the destination."
➪ "Hustle until your haters ask if you're hiring."
➪"Dream big, work hard, stay focused."
➪"Creating my own sunshine on cloudy days."
➪"Work in progress: becoming the best version of myself."
➪"In a world full of trends, I prefer to remain a classic."
➪"Turning my can'ts into cans and my dreams into plans."
➪"Life is short, smile while you still have teeth."
➪"Chasing sunsets and dreams."
➪"Radiating positivity one day at a time."
➪"Not all storms come to disrupt your life, some come to clear your path."
➪ "Find joy in the ordinary."
➪"Living for the moments that take my breath away."
➪ "Just because my path is different doesn't mean I'm lost."
➪"Stay humble, hustle hard."
➪ "Do more things that make you forget to check your phone."
➪"Taking the road less traveled and loving the journey."
➪"Life is too short to be anything but happy."
➪ "Grateful for the little things and the big dreams."
- People often want to show what's wrong with you because they can't handle what's right with you.
- People with high egos and unnecessary attitudes deserve the tallest finger of the standing ovation.
- Never do it for free if you are good at anything.
- I love and make it beautiful for those who are in my life. I love those who have left my life, too, and made it extraordinary.
- You will judge me at the beginning and love me at the end.
- I've had enough of trying to convince people to prove myself. Now, as long as I am content with myself, I don't care what people think!
- Never explain yourself to anyone. Because the person who likes you doesn’t need it, and the person who dislikes you won’t believe it.
- If You Have the Availability to Think Big, Then Only You Can Achieve Big.
- Don’t Judge Yourself with Others Because You Are Different from Them.
- Sometimes, It Is Good to Be Yourself.
- It Is Your Planning Which Gives You the Confidence to Go Ahead.
- I Am Thankful to Those Person Who Leaves Me in Bad Situation Because Only Due to Them I Met with My Good Situation.
- NEVER STOP BEING A GOOD PERSON BECAUSE OF BAD PEOPLE.
- Learn to fight alone.
- Keep your window of Attitude Clean to see a world of possibilities clearly.
- Difficult doesn’t mean impossible. It simply means that you have to work hard.
- You can try, baby, but you will never do it like me.
- Being single is more intelligent than being in a bad relationship.
- I hate two-faced people. It’s hard to decide which face to slap first.
- Always remember you are unique, just like everyone else.
- I’m the girl who smiles to make everyone’s day even though I’m dying inside.
- Nobody dies a virgin… Life fucks us all.
- I am a good enough person to FORGIVE you.
- But not stupid enough to TRUST you again!
- Sometimes, Crying Is the Only Way Your Eyes Speak.
- When Your Mouth Can’t Explain How Broken Your Heart Is.
- Practice makes perfect, but nobody’s perfect, so why practice?
- I don’t care what you think unless it is about me.
- Don’t cry over money. Money never cries for you.
- Before I die many will die with me and they’ll deserve it. See you in Hell.
- It’s better to burn out than to fade away.
- The weakness of Attitude becomes, Weakness of Character.
- I would rather be hated for what I am than loved for what I am not.
- I am not a special Person, But I am just a limited edition.
- Love me or hate me but you will never change me.
- Who cares, I’m awesome.
- Don’t follow your dreams, follow me.
- I’m a smart person, I just do stupid things.
- Hustle until your haters ask if you’re hiring.
- I know who I am, you have no need to explain.
- Sometimes I pretend to be normal. But it gets boring so I go back to being me.
- If life gives you lemons, squirt them in your enemy’s eye.
- I never lose. Either I win or I learn.
- My attitude is like a mirror, only reflecting what’s presented in front of me.
- Attitude, knowledge, and skills are the best foundation of real beauty.
- Also, Check out our blog on attractive Instagram VIP Bio for Boys and Girls!
- Stop checking my Status, Go and love your GF.
- I don’t hate people; I just love Peoples who love me
- Status Unavailable! Check Later.
- It Does Not Do to Dwell on Dreams and Forget to Live Remember That.
- Always stay true to yourself, & never sacrifice who are you for anyone.
- If someone hates you without, reason then Give the reason to him!
- Being “Single” is My Attitude!
- Don’t be happy. I don’t Really forgive people; I just pretend like it’s ok and waits. for my turn to destroy them.
- Good Girls are those who can help people, Bad girls have no time to help.
- I hate when people look at my status and say “It’s Bakwas”.
- I wish I could have Genie who could make my dreams come true.
- Your Attitude May Hurt Me But, Mine Can Kill You.
- The goal is not to be rich; the Goal is to be a legend.
- Don’t See My Status, Appointment is needed.
- if people have a problem with you then ask him her problem!
- I don’t have bad handwriting; I have my own FONT.
- Attitude is like underwear- don’t show it just wore it.
- Treat me like a Queen and I’ll treat you Like a King but If you treat me like a game, I’ll show you how it’s played.
- So, you’re checking my status!
- Take me as I am or watch me as I go.
- If you hate me – Log on to KISS-MY-ASS.com!
- The greatest pleasure in life is doing the things people say you can’t.
- I’m sorry my fault. I forgot you’re an Idiot.
- I always arrive late at the office but I make it by leaving early.
শেষ কথা ➡️ আসা করি, আপনাকে আমাদের Instagram Status in English and Bangla ব্লগ এর জনপ্রিয় স্ট্যাটাস গুলি ভালো লাগবে। আপনার মতামত এবং প্রতিক্রিয়া অত্যন্ত মূল্যবান এবং আমরা সব সময় তাদের স্বাগত জানাই। এই রকম আরো পোস্ট চাইলে কমেন্ট করে আমাদের জানান। আবার আপনার সাথে দেখা হবে পরবর্তী পোস্টে। ধন্যবাদ।
আমার জীবন বিডিতে নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url