Best 1000+ Facebook Caption Bangla 2024 - Facebook Caption
Facebook Caption Bangla আপডেটের রঙিন জগৎ অন্বেষণ! হৃদয়গ্রাহী উদ্ধৃতি থেকে মজার ওয়ান-লাইনার, স্ট্যাটাস বার্তাগুলির একটি প্রাণবন্ত সংগ্রহে ডুব দিন যা বাংলা সংস্কৃতি এবং আবেগের মর্মকে ধারণ করে। ফেসবুক বাংলা স্ট্যাটাসের ভাষা এবং প্রকাশের শক্তি আবিষ্কার করুন।
তো চলুন দেখে নিই, Facebook Caption Bangla এর কিছু জনপ্রিয় ক্যাপশন। আশা করি আপনাদের ভালো লাগবে।
আরো পড়ুন : Best 1000+ Facebook Caption English 2024
Best Facebook Caption Bangla
💖 Love status
➪ অনেক দিন পর তোমাকে দেখলাম তোমাকে দেখে থমকে দারিয়ে ছিলাম আমি খুব কষ্টে নিজেকে সামলে নিলাম যখন তুমি আমাকে দেখে না দেখার ভান করলে তখন আমার দারুন লেগেছে তোমাকে সেই অনুভুতির কথা বলে বুঝাতে পারবো না।
➪ হৃদযের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে। ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি। কি করে বুঝাবো তারে আমি কতটা ভালবাসি?
➪ কাউকে আবেগের ভালোবাসা দিওনা, মনের ভালোবাসা দিও ! কারন আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে…
➪ তোমার হয়ে আছি আমি’ তোমার হয়ে থাকবো সারা জীবন তোমায় আমি ভালবেসে যাবো পাশে থেকো সারা জীবন দুরে যেয়ো না তোমায় ছারা একটুও আমার’ ভালো লাগে না।
➪মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে। যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে।
➪তোমার হয়ে আছি আমি’ তোমার হয়ে থাকবো~সারা জীবন তোমায় আমি’ ভালবেসে যাবো~পাশে থেকো সারা জীবন’ দুরে যেয়ো না~তোমায় ছারা একটুও আমার’ ভালো লাগে না
➪তোমায় আমি বলতে চাই,তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই। ভালবাসি শুধু তোমায় আমি,জনম জনম ভালবাসতে চাই।
➪নরমাল হাতের সুইট লেখে| বন্ধু আমি ভেরী একা| চাঁদের গাঁয়ে জোসনা মাখা, মোনটা আমার ভিষন ফাকা| ফাকা মোনটা পূরণ কর, একটু আমায় স্বরন কর|
➪আমি যদি চলে যাই’ নীল আকাশের কাছে~আমায় তুমি খুজে নিয়ো’ সন্ধা তারার মাঝে~একা যদি লাগে তোমার’ মনে রেখো আমায়~দক্ষিনা বাতাস হয়ে আমি’ ছুয়ে দিবো তোমায়
➪আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোন স্বপ্ন নেই তুমি ছাড়া, আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া, আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া, আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া, আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !
➪ভালবাসা কি? তপ্ত মরুর বালুর শিখা, ভালবাসা কি? নদীর স্রোতে ভাসমান কোন ণৌকা, ভালবাসা কি? ভেসে আসা কোন সুখের ভেলা, ভালবাসা কি? দুখের মাঝে হাসি মিশ্রিত কান্না, ভালবাসা কি? কোন এক অজানা ঠিকানা? ভালবাসা কি? ভালবাসা কাকে বলে
➪তুমি আমাকে যতই কষ্ট দাও… আমি তোমাকে আপন করে নেবো, তুমি আমাকে যতই দুঃখ দাও… আমি সেই দুঃখকেই সুখ ভেবে নেবো, তুমি যদি আমাকে ভালোবাসা দাও… তোমাকে এই বুকে জড়িয়ে নেবো, আর কখনও যদি তুমি আমাকে ভুলে যাও, আমি তোমাকে সারাটি জীবন… নিরবে ভালবেসে যাবো…!
➪তোমাকে খুব মনে পড়ছে দিব তোমায় লাল গোলাপ। সপ্নে গিয়ে করবো আলাপ। বলবো খুলে আমার কথা। আছে যত মনের কথা। বলবো তোমায় ভালোবাসি। থাকবো দুজন পাশাপাশি।
➪আমার ভালোবাসায় কোন জটিলতা ছিলো নাজটিলতা ছিলো তোমার মনের ভিতরে ভালোবাসা আমায় ছেরে চলে যায় নিতুমি আমাকে ছেরে চলে গেছো
➪নদীর পারে বসে আমি লিখছি কবিতা~দুই নয়নে ভাসে শুধু তোমার ছবিটা~মেঘলা আকাশ একলা আমি’ একলা আমার মন~ভাবছি কবে হবে তুমি আমার আপন জন
➪শীতের চাদর জড়িযে,কুয়াশার মাঝে দাড়িয়ে, হাত দুটো দাও বাড়িয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন, বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।
➪যতো ভালবাসা পেয়েছি তোমার কাছ থেকে। দুষ্টু এই মন চায়, আরো বেশি পেতে।কি জানি, তোমার মধ্যে কি আছে, কেনো যে এ মন চায়, তোমাকে আরো বেশি করে কাছে পেতে।
➪যার মনটা পাথরের মতো শক্ত, জীবনে তাকেই ভালোবাসো। কারণ সেই পাথরে যদি একবার ফুল ফোটাতে পারো, তবে সেই ফুল শুধু তোমাকেই সুবাশ দিবে, আর কাউকে নয়।
➪আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোন স্বপ্ন নেই তুমি ছাড়া, আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া, আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া, আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া, আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !
➪তুমি সেই কবিতা ! যা প্রতি দিন ভাবি… লিখতে পারিনা। তুমি সেই ছবি! যা কল্পনা করি… আঁকতে পারি না। তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন চাই… কিন্তূ তা কখনো-ই পাই না।
➪পৃথিবীর সব কিছু মিথ্যা হলেও, ছেলেদের চোখের অশ্রু কখনো মিথ্যা নয়। কারন ছেলেরা খুব কষ্ট না পেলে, কথনো তাদের দামি অশ্রু ঝরায় না.
➪ভালবাসায় এমন কেন হয়? যখন ছেলে বুঝে তখন মেয়ে বুঝেনা ! যখন মেয়ে বুঝে তখন ছেলে বুঝেনা ! কখনো উভয়ে বুঝে, কখনো কেউ ই বুঝেনা… ভালবাসায় কেন এত মান-অভিমান? কেন এত লুকুচুরি? বলুনতো,
➪প্রেম মানে হৃদয়ের টান,প্রেম মানে একটু অভিমান,২টি পাখির ১টি নীর,১টি নদীর ২টি তির,২টি মনের ১টি আশা তার নাম ভালবাসা
➪এতো কষ্ট পেয়েও, তোমাকে ভুল বুঝি নি। এতো দূরে রয়েও, তোমাকে ভুলে যায় নি। নির্ঘুম রাত জেগেও, স্বপ্ন নিয়ে বেঁচে আছি। কেনো জানো ? তোমায় খুব ভালবাসি তাই।
➪যখন আমি তোমাকে দেখি তখন আমার হৃদয় থেকে একটা কথা বেরিয়ে এসে চিৎকার করে বলতে চাই, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। I Love You!!
➪একটি ছোট্ট আশা ভালোবাসার জন্ম দেওয়ার জন্য যথেষ্ট।
➪যখন আমি বলি, আমি তোমাকে ভালোবাসি, তখন তা আমি অভ্যাসের বশে বলি না, তখন আমি তোমাকে মনে করিয়ে দিই যে তুমিই আমার জীবন।
➪দুনিয়ার জন্য তুমি একটা সাধারণ মানুষ, কিন্তু একটি সাধারণ মানুষের কাছে তুমি তার সম্পূর্ণ দুনিয়া।
➪আমি কি তোমার কাছে একটা Kiss ধার নিতে পারি,… কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেব।
➪চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাস আমিও ঠিক তেমনি ই করে একজনকে ভালোবাসি তোমার ভালোবাসা যেমন কেউ বুঝে না ঠিক তেমনই করে, আমার ভালোবাসা বুঝে না।
➪তোমার একটা পিকচার দাও না,আমার সন্তানদের দেখাতে চাই তাদের মা ১৮ বছরে কেমন ছিল!
➪Thank you, my love, পৃথিবীর মধ্যে সব থেকে ভাগ্যবান আমি, আমাকে এই অনুভূতি টা দেওয়ার জন্য ধন্যবাদ।
➪যখন আমি তোমাকে প্রথম দেখি… অন্তর থেকে আওয়াজ আসে,… ওহ,…এই তো আমার ভালোবাসা, আমার রাজকুমারী,…যাকে আমি এতো দিন থেকে খুজছিলাম।
➪চলো, আমরা জীবনের পথটা এক সাথে হেঁটে পার করি। চলার পথে তোমার যা যা প্রয়োজন হবে আমরা ভাগাভাগি করে নিব।
➪খুব নিশিতে কষ্ট হলে, মাথা রেখ চাঁদের কোলে,তবুও যদি কষ্ট থাকে চোখ রেখ আমার চোখে।কষ্ট রেখোনা বুকের মাঝে পাঠিয়ে দিও আমার কাছে।
➪তোমায় নিয়ে স্বপ্ন আমার,তোমায় নিয়ে যত আশা,তোমাকে দিলাম আমার হৃদয় ভরা ভালোবাসা।
➪বড় ইচ্ছা হয় তোমাকে সাথে নিয়ে ১ দিন পূর্ণিমার চাদ দেখবো। সেদিন চাঁদকে বলবো। চাঁদ দেখ আমার মনের মানুষটি তোমার চেয়ে কত সুন্দর।
➪ঝড়ের পরে সব সময় আমার রংধনু হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।
➪প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে বুঝা যায় না। প্রেম তুমি বরই কঠিন প্রেমে না পরলে জীবনকে অনুভব করা যায় না ।
➪বন্ধু আমি চাইনা তোমার অসীম সুখের ভাগ,কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমায় ডাক! তোমার মুখে কান্না নয় দেখতে চাই হাসি,মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি!
➪এক মুঠো মিষ্টি রোদ ,এক গুচ্ছ গোলাপ, কিছু স্বপ্ন,শিশুর কোমলতা আর আমার হৃদয় রাঙানো ভালোবাসা দিলাম তোমায়।
➪যদি জোনাকি হতাম উড়ে যেতাম তোমার কাছে,মিট মিট করে জোলতাম তোমার চারপাশে। নীরবে বসতাম তোমার পাশে,এর বলতাম আই লাভ ইউ।
➪তুমি সেই স্বপ্নপরী যাকে নিয়ে স্বপ্ন দেখি। তুমি সেই অনুভুতি যাকে আমার মন অনুভব করে। তুমি সেই প্রেমিকা যার ভালবাসার ছন্দ প্রেমিক আমি।
➪একজন প্রকৃত প্রেমিক শত শত মেয়েকে ভালোবাসে না,বরং সে একটি মেয়েকেই শত উপায়ে ভালোবেসে থাকে।
➪একটা আকাশে অনেক তারা,একটা জীবনে দুঃখ ভরা,অনেক রকম প্রেমের ভুল,ভুলের জন্য জীবন দিবো,তবু আমি তোমারি রবো।
➪প্রদীপ জ্বালিয়ে রেখো, আঁধার কেটে যাবে। চোখ বুজে থেকো, স্বপ্ন দেখতে পাবে। মন খুলে রেখো,সুখ উড়ে আসবে।হৃদয় দিয়ে ডেকো,তোমার মাঝে আমায় খুঁজে পাবে।
➪কেন যেন তোমার কথা আজও মনে পরে,ভালোবাসার কাব্য লিখি বন্ধু তোমার চোখে,একবার যদি আসতি ফিরে আমার মনের তীরে,আমার শুন্য মনে বাধিতাম বাসা তোমায় ঘিরে।
➪হৃদয়ের ক্যানভাসে তোমারি রং দিয়ে আঁকা এক ছবি, সেই ছবিটি বলে শুধু তোমায় ভালোবাসি।
➪সময়ের স্রতে যদি ভেসে যাই দূরে বন্ধু তুমি কোনদিন ভুলিও না মোরে বাস্তবতার কারনে যদি হয়ে যাই পর কখনো ভাবিও না বন্ধু আমায় স্বার্থপর ।
➪তোমার চোখ বন্ধ করতো ,কি অন্ধকার দেখে পাও? তোমাকে ছাড়া এই রকম এ আমার জীবন। আই লাভ ইউ।
➪যতই দেখি ভালো লাগে, চোখ সরে না। আমার থেকে দূরে গেলে মন মানে না। এত ভালোবাসি তোমায়, তুমি বুঝ না।
➪আমি দেখিনিতো প্রিয়ার চোখের নীরব অভিমান,দেখলে পরে চোখের জলে করতাম সূর্যস্নান। আমি দেখেছি শুধু প্রিয়ার চোঁখে আলো আঁধারের খেলা,তা দেখেই মোর ভালোবাসা নিয়ে যাই গোধূলীবেলা।
☹️Sad status
➪“চিৎকার করে কখনও নিজেকে নির্দোষ প্রমাণ করা যায়না! মাঝে মাঝে চুপ থাকতে হয় !”
➪“মধ্যবিত্ত ঘরের ছেলের পকেট ভর্তি টাকা থাকেনা! মাথা ভর্তি টেনশন থাকে !”
➪“আবেগ হল মােমবাতি যা কিছুক্ষণ পর নিভে যায়। আর বিবেক হল সূর্য যা কখনাে নেভে না।”
➪“ঝরে যাওয়া পাতা জানে। স্মৃতি নিয়ে বাঁচার মানে।হয়তো আমি ঝরে যাবো সময়ের তালে তোমার মনে।
➪“আমি সবার মন ভালাে রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় আমারাে একটা মন আছে।”
➪“নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও। তাহলে একলা কিভাবে থাকতে হয়,তা শিখে নাও।”
➪“কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় …”
➪“যেখানে স্বপ্নয় আমাদের এক করতে পারে না সেখানে বাস্তবতা তাে নির্মম।”
➪“চায়ের কাপে ভেজানাে বিস্কুট একটাই শিক্ষা দেয়। কারাে প্রতি এতটাও ডুবে যেওনা যাতে নিজেকেই ভেংগে পড়তে হয়।
➪“ছেড়ে দিল যদি ভালাে থাকে তাহলে ছেড়ে দাও,কারন ভালো রাখার নাম ভালোবাসা।”
➪“মন ভাঙ্গলে চোখের কোনে আছড়ে পড়ে ঢেউ ,বুকে কতটা কান্না চাপা থাকে,জানতে পারেনা কেউ ।”
➪“মনে ছিলো কতো সপ্ন,ছিলো কতো আসা..সব কিছুই মিথ্যে ছিলো তোমার ভালোবাসা।”
➪“তীরটা যখন বুকে ডুখলো তখন একটুও কষ্ট পায়নি,যখন দেখলামলা মানুষটা আমারি পরিচিত তখনই কষ্ট পেয়েছি।”
➪“চাঁদ তুমি শুনবে কি আমার মনের কথা ? সত্যি বলছি আমিও যে তােমার মত একা..!”
➪“ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে ডুবিয়ে রাখে যে। অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই ভালাে থাকুক সে।”
➪“পৃথিবীতে সবকিছু বুজতে সময় লাগে,কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট !”
➪“তাকেই বেশি মনে পরে যে সারাদিন একবার ও আমার খোঁজ নেয় না !!”
➪“যে বৃষ্টির ফোঁটা তােমায় আজ নতুন প্রেমের স্পর্শ মাখায়,সেই বৃষ্টির ফোঁটায় পুরাতন প্রেম দুচোখের জল লুকায়।”
➪“মন তাকেই পছন্দ করে যে ভাগ্যে থাকে না !”
➪ভালবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো,
অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো ।
➪যদি মনের আকাশে মেঘ জমে তবে
জল হয়ে ঝড়ে পরে,যদি ব্যথার
আকাশ নীল হয় তবে কষ্ট সব পাথর হয় ।
➪ঘুম থেকে উঠে প্রীয় মানুষ গুলোর কাছ
থেকে শুভ সকাল পাওয়ার মজাটাই আলাদা,
বাট আমার মত হতভাগার জীবনে সেটা হল না ।
➪হাসি মুখে কথা বলি,সবার সাথে মিশে চলি,
দুঃখ পেলে গোপন রাখি,সবাই ভাবে আমি সুখি,
আসলে সুখি আমি নয়,আমার জীবন টাই সুখের অভিনয়।
➪আমি সেই স্বপ্নের পিছু ছুটি না যে স্বপ্ন আমায় নিরাশ করে । আমি সেই কল্পনাকে দূরে সরিয়ে রাখি-যে কল্পনা আমার অনুভূতিকে আঘাত করে । কারো প্রতি অন্ধ বিশ্বাসে আমি_নিজেকে ছোট করি না । আমি জানি,সেই বিশ্বাসের মূল্য খুবই তুচ্ছ!!
➪নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়,
কিন্তু বিচার করতে গেলে, ভিতরে প্রবেশ করতে হয়।
➪তুমি বেঁচে থেকো তোমার সকল
ভালোলাগার কারণ গুলো নিয়ে,
আমি না হয় বেঁচে থাকবো
তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে।
➪কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের,
কিন্তু তার চেয়েও বেশি কষ্টের
হলো আসবেনা জেনেও তার জন্য
অপেক্ষা করা।
➪আমি ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা
যেখানে লিখা ছিলো হাজারো স্বপ্নের কথা
শুধু ছিড়তে পারিনি আমার মনের পাতা,
যেখানে জমা আছে অনেক ব্যাথা..!
➪ভুল তোমার ও ছিলো, সেটা তুমি বুঝনি
রাগ আমার ও ছিলো, কিন্তু আমি দেখাইনি.
ভুলে আমি ও যেতে পারতাম, কিন্তু চেষ্টা করিনি,
কারন আমি তো ভুলার জন্য তোমায় ভালোবাসিনি।
➪ন্য কারো হাতে তোমার সুখ আমানত
দিও না, কারন সে হারিয়ে গেলে তোমার
সুখকে আর তুমি খুজে পাবে না…..!!!
➪জানিনা কিভাবে তোমার দেখা পাবো
জানিনা কিভাবে তোমাকে কাছে পাবো
জানিনা কতটা আপন ভাবো তুমি আমায় ,
শুধু জানি এই অবুজ মনটা অনেক মিস করে তোমায়।
➪জানি ফিরবেনা এই মনের নিড়ে, তবুও অপেক্ষায় থাকবো সারা জীবন ধরে ।
➪কাউকে বাধ্য করোনা
কথা বলার জন্য!
তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও
তাদের ছাড়া তুমিও থাকতে পারো!
➪কি হবে জীবনে এতো পারফেক্ট মানুষ খুঁজে.!
যদি সেখানে ভালোবাসাই না থাকে.!
➪কিছু কথা কাউকে
বলা যায়না, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়।
➪সমুদ্রের ঢেউ বার বার ফিরে আসে
কিন্তু যাকে একবার নেয়, তাকে আর
ফিরিয়ে দেয় না ।
➪আজ নিজে নিজে নীরবে কাঁদছি,
যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে ।
তবে সত্য বলতে কি জানো আমি
তোমাকে আজও ঠিক আগের মতই ভালোবাসি ।
➪আমি সত্যিই ব্যার্থ !!! কারণ আমি কখনোই
তোমাকে বুঝাতে পারি নাই আমি
তোমাকে কতটা ভালবাসি..
➪এক চোখ কখনো আরেক চোখকে
দেখেনা, তবুও এক চোখের কিছু হলে
আরেক চোখে অশ্রু না ঝড়িয়ে পারে না।
➪প্রার্থনা করি
যারা যাকে ভালোবাসে
তাকেই যেন পায় !
কেন না অসমাপ্ত ভালোবাসা
সত্যি খুব কাদায়।
➪সুখি হতে চাও? খুব সহজ
স্বার্থপর হয়ে যাও
অনেক সুখে থাকবে।
➪ভুল যেমনি মানুষকে শেখায়
তেমনি ভলোবাসা মানুষকে কাদায়।
➪তুমি এমন মিথ্যে স্বপ্নের সাগর,
যে সাগরে প্রতিরাতে ডুব দিয়ে
নিজেকে হারিয়ে ফেলি।
➪কাউকে ভালবেসে তাকে কষ্ট
দিলে সে নিজে ও কষ্ট পায়।
➪জানিনা আর কতদিন নীরবে,সবার অগোচরে
চোখের জল ফেলতে হবে।জানিনা আর কতটা
জল চোখ দিয়ে পড়লে বিশ্বাস করবে
কতোটা ভালোবাসি তোমায়?
শুধু একটা কথাই বলবো যতদিন বাঁচবো
ততদিন আমার বুকের বাম পাশের একটা
অংশেরও রাজকুমারি হয়ে থাকবে তুমি।
হয়তো আমায় ভুলে গেছো,না হয় কুনোদিন
আমাকে মনেই রাখোনি।কিন্তু কখনো
তোমায় আমি পাইয়নি ।
➪জীবনে অনেক কিছু চাওয়ার থাকে
অনেক কিছু পাওয়ার থাকে,
কিন্তু সব কিছু পাওয়া যায় না,
আর যা কিছু পাওয়া যায় তার মাঝে-না
পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয় ॥
এই বাস্তবতা কে মেনে নিয়ে আজও
বেঁচে আছি হাজারো কষ্টের ভিড়ে ॥
➪সে অনেক ব্যস্ত যে ব্যস্ততায় আমাকে
অনেক দূরে সরিয়ে দিয়েছে।
দোয়া করি সে অনেক সুখি হোক
আমি না হয় আমার মত করে থেকে গেলাম
আবার আমার সেই অন্ধকার ঘরে।
➪মানুষ মানুষকে না দেখেও
জীবনের চেয়েও বেশী
ভালবাসতে পারে, কেন জানো?
কারন ভালোবাসা সৃষ্টি হয় মন
থেকে, চোখ থেকে নয়।
➪যে মানুষ অন্যের অনুভূতির
মূল্য দিতে জানে না,
সে কখনো কাউকে
ভালোবাসতে পারে না।
➪তুমি যেদিন আমার কাছে ফিরে আসতে চাইবে
সেদিন দেখবে কালের স্রোতে হারিয়ে গেছি আমি দেখবে
তুমি একাইবসে আছো রাতের ওইনীল আকাশের নিচে
আর আমি.আমি সেই নীল আকাশের
ছোট্ট একটি তারা হয়ে তোমার পানে চেয়ে থাকবো
আর তখনই তুমি বুঝবে যে ভালোবাসার মানুষ
হারিয়ে গেলে কতটা কষ্টপেতে হয়॥
😘Romantic status
➪জীবনের কিছুটা পথ একা একা চলা তেমন কঠিন নয়।কিন্তু যদি এক জনের সাথে চলা যায়।বাকি পথ চলা খুব কঠিন।
➪কাউকে আবেগের ভালোবাসা দিওনা, মনের ভালোবাসা দিও ! কারন আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে…
➪কাউকে সীমাহীন ভালোবাসলে,তা কখনও ফুরাইয়া না কারণ সীমাহীন ভালোবাসারকোন শেষ নেই….তা কখনও ফুরাইয়া না।তা শুধু বেড়ে যায
➪তোমার হয়ে আছি আমি’ তোমার হয়ে থাকবো
সারা জীবন তোমায় আমি ভালবেসে যাবো
পাশে থেকো সারা জীবন দুরে যেয়ো না
তোমায় ছারা একটুও আমার’ ভালো লাগে না
➪তোমাকে খুব মনে পড়ছে দিব তোমায় লাল গোলাপ। সপ্নে গিয়ে করবো আলাপ। বলবো খুলে আমার কথা। আছে যত মনের কথা। বলবো তোমায় ভালোবাসি। থাকবো দুজন পাশাপাশি
➪আমার ভালোবাসায় কোন জটিলতা ছিলো নাজটিলতা ছিলো তোমার মনের ভিতরে ভালোবাসা আমায় ছেরে চলে যায় নিতুমি আমাকে ছেরে চলে গেছো
➪যে মানুষ যত বেশি গম্ভীর.. সে মানুষ ততবেশি রাগী..তবে তার মধ্যে ভালোবাসাও থাকে বেশি..!!
➪তোমার হয়ে আছি আমি’ তোমার হয়ে থাকবো~
~সারা জীবন তোমায় আমি’ ভালবেসে যাবো~
~পাশে থেকো সারা জীবন’ দুরে যেয়ো না~
~তোমায় ছারা একটুও আমার’ ভালো লাগে না
➪হৃদযের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে। ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি। কি করে বুঝাবো তারে আমি কতটা ভালবাসি?
➪ভালবাসায় এমন কেন হয়? যখন ছেলে বুঝে তখন মেয়ে বুঝেনা ! যখন মেয়ে বুঝে তখন ছেলে বুঝেনা ! কখনো উভয়ে বুঝে, কখনো কেউ ই বুঝেনা… ভালবাসায় কেন এত মান-অভিমান? কেন এত লুকুচুরি? বলুনতো,
➪এতো কষ্ট পেয়েও, তোমাকে ভুল বুঝি নি। এতো দূরে রয়েও, তোমাকে ভুলে যায় নি। নির্ঘুম রাত জেগেও, স্বপ্ন নিয়ে বেঁচে আছি। কেনো জানো ? তোমায় খুব ভালবাসি তাই।
➪শীতের চাদর জড়িযে,কুয়াশার মাঝে দাড়িয়ে, হাত দুটো দাও বাড়িয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন, বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।
➪যার মনটা পাথরের মতো শক্ত, জীবনে তাকেই ভালোবাসো। কারণ সেই পাথরে যদি একবার ফুল ফোটাতে পারো, তবে সেই ফুল শুধু তোমাকেই সুবাশ দিবে, আর কাউকে নয়।
➪তুমি আমাকে যতই কষ্ট দাও… আমি তোমাকে আপন করে নেবো, তুমি আমাকে যতই দুঃখ দাও… আমি সেই দুঃখকেই সুখ ভেবে নেবো, তুমি যদি আমাকে ভালোবাসা দাও… তোমাকে এই বুকে জড়িয়ে নেবো, আর কখনও যদি তুমি আমাকে ভুলে যাও, আমি তোমাকে সারাটি জীবন… নিরবে ভালবেসে যাবো…!
➪সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেইরকম ভালবাসার সঙ্গে একটু শ্রদ্ধা, ভক্তি না মিশালে সে ভালবাসাও দীর্ঘস্থায়ী হয় না
➪যে ভালোবাসা পেলো না, যে কাউকে ভালোবাসতে পারলো না সংসারে তার মতো হতভাগা কেউ নেই
➪ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানেনা
➪প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে উঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়
➪মনটা শুধু তোমায় দিলাম, তোমায় পাব বলে, ‘হিৃদয় দরজা খুলে রেখেছি, তুমি আসবে বলে,’ আসবে তুমি বসবে পাসে গাইবে তুমি গান, ‘মন পাজরে তুমি আছ তুমি আমার জান
➪ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজেই কারো জন্য হেরে যাওয়া। এটা জ্ঞানের গভীরতা দিয়ে হয়না, হয় হৃদয় এর পবিত্রতা দিয়ে !!! পৃথিবীর সবচেয়ে বেশি উচ্চারিত এবং আলোচিত শব্দ “ভালবাসা। এই ভালোবাসা কখনও কাঁদায়, কখন হাসায়, কেউ এর জন্য আত্মবিসর্জন দেয়। মানুষ কত ত্যাগ স্বীকার করে ভালোবাসার মানুষকে পাবার জন্য। আবার এই ভালবাসার জন্য মূল্যবান অনেক কিছুই হারায় যার জন্য বিন্দুমাত্র আফসোস ও কখনো হয় না
➪যে কাউকেই ভালোবাসা যায়। ভালোবাসা অনেক পবিত্র একটি অনুভূতি। স্বার্থসিদ্ধির জন্যও প্রেম করা উচিত নয়। প্রেম হচ্ছে পৃথিবীর মধুরতম সম্পর্ক যেখানে থাকবে না কোনো চাওয়া-পাওয়া, থাকবে না কোনো স্বার্থ, থাকবে শুধুই ভালোবাসা।
➪ভালোবাসা বেঁচে বা টিকে থাকে পরস্পরের বিশ্বাসে। যে প্রেমে বিশ্বাসের ঘাটতি দেখা দেয় সেখানে হয়ত প্রেম থাকে না, থাকে সামাজিকতাকে রক্ষা।
➪সত্যিকারের ভালোবাসা হল অনেকটা প্রেতআত্মার মতো। এ নিয়ে সবাই কথা বলে,কিন্তু শুধুমাত্র কয়েকজনই এর দেখা পায়
➪দুটো জিনিস খুবই কষ্টদায়ক।একটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না।। আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়
➪একজন প্রকৃত প্রেমিক শত শত মেয়েকে ভালবাসে না, বরং সে একটি মেয়েকেই শত উপায়ে ভালোবেসে থাকে
➪কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না তুমি যেমন আছ তেমনই থাকার চেষ্টা কর, যে তোমাকে সত্যিকার অর্থেই ভালবাসবে সে সত্যিকারের তোমাকেই ভালবাসবে |
➪জীবনে আপনি কি কি পেয়েছেন তা আপনি হামেশাই ভুলে যাবেন, কিন্তু কি কি হারিয়েছেন তা বারেবারে মনে পড়ে আপনার মনকে ক্ষত বিক্ষত করবে। সুতরাং সবসময় অতীতের ভালো দিকগুলো মনে করবেন, খারাপ কিছু ভেবে নিজেকে অযথা কষ্ট দিবেন না।
➪আপনি কখনই পারবেন না অন্য কারও ভালোবাসাকে ছিনিয়ে নিতে কিংবা জোর করে অন্যের ভালো লাগার মানুষ হতে। বরং আপনি যেটা পারবেন তা হল নিজেকে এমন ভাবে তৈরি করতে যাতে যে কেউ আপনার ব্যাবহারে মুগ্ধ হয়ে আপনাকে পছন্দ করতে শুরু করে।
➪ভালোবাসাকে শুধু বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডের মধ্যেকার সম্পর্ক মনে করে ‘ভালোবাসা’ নামক পবিত্র নামটাকে অপমানিত করবেন না। ভালোবাসার পরিধি মহাবিশ্বের মতোই বিশাল। ‘ভালোবাসা’ নামক বস্তুটিতে যতটা আত্মতৃপ্তি পাওয়া যায়, তা আর অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। আর এই আত্মতৃপ্তির পরিপূর্ণ স্বাদ আপনি তখনই পাবেন, যখন এই মহাবিশ্বের স্রষ্টা ও তার সৃষ্টিকে আপনি নিঃস্বার্থভাবে মনঃপ্রাণ দিয়ে ভালোবাসতে পারবেন
➪“তোমার মনের কথা আজ আমাকে খুলে বলো
আমার হাতটা ধরে সামনের পথে এগিয়ে চলো
পেছন ফিরে আর আমরা দেখবো না
কোনো বিপদের পরোয়া আমরা করবো না“
➪“ভালো লাগে তোমার ওই মিষ্টি হাসি
তোমার হাসির জন্য আমি চেয়ে থাকি
ভালো লাগে তোমার ওই কাজল কালো চোখ
যখন তাকাই, ভুলে যাই আমার সকল শোক-দোখ“
➪“আজ আমরা অনেক মজা করবো
একটু কাছে এসে একটু আদর করবো
আলগা করে তোমার হাতটা ধরবো
আর বলবো, I Love You”
➪ভালবাসা হল,বিসর্জন,নিজেকে বিলিয়ে দেয়া,উজার করে দেয়া কারু জন্যে ।
➪পৃথিবীতে ভালোবাসা না পেয়ে হয়ত বেঁচে থাকা যায়, কিন্তু ভালো না বেসে বোধকরি বেঁচে থাকা যায় না।
➪“আজ হটাত বৃষ্টি এলো ভিজে গেলো মন,
ভিজে গেলো সপ্নগুলো, ভিজলো চোখের কোন ।
বৃষ্টি ভেজা স্নিগ্ধ আকাশ, সৃতি কাড়ে মন,
হোক না বৃষ্টি অন্তরেতে হোক না সারাক্ষন ।“
➪“অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো,
যতদিন বেঁছে থাকি তোমায় মনে রাখবো,
যত কষ্ট হোক সব মেনে নেবো,
তবুও চিরদিন তোমাকেই ভালোবাসবো ।“
➪“এই মন আজ তোমায় দিলাম
তোমার ওই মন আমি নিয়ে নিলাম
যত্ন করে রেখো আমার এই মন
আমিও আগলে রাখবো তোমার ওই মন“
➪“গোলাপ ফুল দিবো আমি তোমার হাতে
কাটাবো সারাদিন এক সাথে
আজ বসে বসে তোমার হাতের রেখা গুনবো
আমি বসে বসে তোমার সকল কথা শুনবো“
➪“আমি তোমাকে খুব ভালোবাসি
এখনো শুধু তোমারই আছি
সারাজীবন তোমারই থাকবো
এভাবেই তোমাকে ভালোবাসবো
➪“কেন ছেড়ে গেলে দূরে কথা দিয়েছিলে সাথে থাকবে আজ কোথায় তুমি? আমি যে একা…”
➪“অভিমান রাগ একমাত্র তার উপরেই করা যায়,যাকে সবচেয়ে বেশী ভালোবাসা যায় ।
➪“অজস্র স্বপ্নের ভিড়ে তোমায় দেখি, সমস্ত কল্পনা জুড়ে তোমার বসবাস,
অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লিখা, অপুরন্ত বন্ধুত্ব নিয়ে তোমার অপেক্ষায় থাকা ।
➪যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর ।
➪“অনুরোধে নয় অনুরাগে তোমাকে চাই,
অভিলাসে নয় অনুভবে তোমাকে চাই,
বাস্তবে না পেলেও কল্পনাতে তোমাকে চাই ।“
➪তুমি যদি বাসো ভালো, চাঁদের মতো দেব আলো, যদি আমায় ভাবো আপন, হব তোমার মনের মতন, নদী যেমন দেয় মোহনা, তোমার ই আমি তোমার উপমা,
➪হৃদযের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা আজো ভালবাসি তারে। ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে আসি। কি করে বুঝাবো তারে আমি কতটা ভালবাসি?
➪পৃথিবীতে ভালোবাসা না পেয়ে হয়ত বেঁচে থাকা যায়, কিন্তু ভালো না বেসে বোধকরি বেঁচে থাকা যায় না।
➪আবেগের বশীভূত হয়ে ভালোবাসার জন্য জীবনটা শেষ করে দেয়ার অর্থ- ভালোবাসার মানুষের পাশাপাশি আপনজনদেরকে সারাজীবনের জন্য হারানো, সেইসঙ্গে ভালোবাসার মানুষকে অপরাধী বানিয়ে চলে যাওয়া। প্রেমে ব্যর্থ হয়ে নিজেকে বিসর্জন দেয়ার নাম জীবন নয়, তার জন্য লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করার নাম জীবন।
➪ভালোবাসার ঘনত্ব বেশি হলেই সেটাকে প্রেম বলা যায়। উদাহরণ দিয়ে বলি। একটি মেয়েকে আমার ভালো লাগে, তাকে ভালোবাসি। এই অনুভূতি যখন গাঢ় হয় তখন সেটাকে প্রেম বলা যেতে পারে।
➪যে মানুষ যত বেশি গম্ভীর.. সে মানুষ ততবেশি রাগী..তবে তার মধ্যে ভালোবাসাও থাকে বেশি..!!
➪আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার জীবনে কোন স্বপ্ন নেই তুমি ছাড়া, আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া, আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া, আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া, আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !
➪ভালবাসা কি? তপ্ত মরুর বালুর শিখা, ভালবাসা কি? নদীর স্রোতে ভাসমান কোন ণৌকা, ভালবাসা কি? ভেসে আসা কোন সুখের ভেলা, ভালবাসা কি? দুখের মাঝে হাসি মিশ্রিত কান্না, ভালবাসা কি? কোন এক অজানা ঠিকানা? ভালবাসা কি? ভালবাসা কাকে বলে
➪তুমি আমাকে যতই কষ্ট দাও… আমি তোমাকে আপন করে নেবো, তুমি আমাকে যতই দুঃখ দাও… আমি সেই দুঃখকেই সুখ ভেবে নেবো, তুমি যদি আমাকে ভালোবাসা দাও… তোমাকে এই বুকে জড়িয়ে নেবো, আর কখনও যদি তুমি আমাকে ভুলে যাও, আমি তোমাকে সারাটি জীবন… নিরবে ভালবেসে যাবো…!
➪তোমাকে খুব মনে পড়ছে দিব তোমায় লাল গোলাপ। সপ্নে গিয়ে করবো আলাপ। বলবো খুলে আমার কথা। আছে যত মনের কথা। বলবো তোমায় ভালোবাসি। থাকবো দুজন পাশাপাশি।
➪মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে। যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে।
➪এতো কষ্ট পেয়েও, তোমাকে ভুল বুঝি নি। এতো দূরে রয়েও, তোমাকে ভুলে যায় নি। নির্ঘুম রাত জেগেও, স্বপ্ন নিয়ে বেঁচে আছি। কেনো জানো ? তোমায় খুব ভালবাসি তাই।
➪শীতের চাদর জড়িযে নদীর পারে বসে আমি লিখছি কবিতা~
~দুই নয়নে ভাসে শুধু তোমার ছবিটা~
~মেঘলা আকাশ একলা আমি’ একলা আমার মন~
~ভাবছি কবে হবে তুমি আমার আপন জন~
➪শীতের চাদর জড়িযে,কুয়াশার মাঝে দাড়িয়ে, হাত দুটো দাও বাড়িয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন, বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ।
➪যতো ভালবাসা পেয়েছি তোমার কাছ থেকে। দুষ্টু এই মন চায়, আরো বেশি পেতে।কি জানি, তোমার মধ্যে কি আছে, কেনো যে এ মন চায়, তোমাকে আরো বেশি করে কাছে পেতে।
➪যার মনটা পাথরের মতো শক্ত, জীবনে তাকেই ভালোবাসো। কারণ সেই পাথরে যদি একবার ফুল ফোটাতে পারো, তবে সেই ফুল শুধু তোমাকেই সুবাশ দিবে, আর কাউকে নয়।
➪তুমি সেই কবিতা ! যা প্রতি দিন ভাবি… লিখতে পারিনা। তুমি সেই ছবি! যা কল্পনা করি… আঁকতে পারি না। তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন চাই… কিন্তূ তা কখনো-ই পাই না
➪একলা থাকার ঘরে আমি একলা পরে রই একলা আকাশের নিচে একলা বিষ্টি ছুই একলা রাতের একলা তারা একলা দেখা চাঁদ একলা গভীর অন্ধকারে আমি জেগে থাকা রাত একলা সুখ আর একলা দুঃখ একলা ভেবে খুশি একলা চলেও একলা বলেও একলা আমি হাসি’
➪পৃথিবীর সব কিছু মিথ্যা হলেও, ছেলেদের চোখের অশ্রু কখনো মিথ্যা নয়। কারন মেয়েরা খুব কষ্ট না পেলে, কথনো তাদের দামি অশ্রু ঝরায় না.
➪ভালবাসায় এমন কেন হয়? যখন ছেলে বুঝে তখন মেয়ে বুঝেনা ! যখন মেয়ে বুঝে তখন ছেলে বুঝেনা ! কখনো উভয়ে বুঝে, কখনো কেউ ই বুঝেনা… ভালবাসায় কেন এত মান-অভিমান? কেন এত লুকুচুরি? বলুনতো,
➪প্রেম মানে হৃদয়ের টান,প্রেম মানে একটু অভিমান,২টি পাখির ১টি নীর,১টি নদীর ২টি তির,২টি মনের ১টি আশা তার নাম ভালবাসা
➪ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানেনা
➪মনটা শুধু তোমায় দিলাম, তোমায় পাব বলে, ‘হিৃদয় দরজা খুলে রেখেছি, তুমি আসবে বলে,’ আসবে তুমি বসবে পাসে গাইবে তুমি গান, ‘মন পাজরে তুমি আছ তুমি আমার জান
➪কত সুন্দর তুমি,প্রেমে পড়েছি আমি,সুন্দর তোমার মন,ভলোবেসে হারা ২জন,মায়াবি তোমার আখি,দিওনা আমায় ফাঁকি,সুন্দর তোমার হাসি,আমি তোমাকে ভালবাসি.
➪বন্ধু তোমায় আকাশ দেব দেব ফুলের মালা, তুমি শুধু মনে রেখো আমায় সারা বেলা। চোখের কান্না মুছে দেব দেব তোমায় হাসি, তাইতো আমি বন্ধু তোমায় এতো ভালবাসি।
➪যাকে সত্যিকার ভালোবাসা যায়।সে অতি অপমান আঘাত করলে হাজার ব্যাথা দিলেও তাকে ভোলা যায় না
➪বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম
😎Attitude status
➪হাই প্রোটিন যেমন সবার সহ্য হয় না তেমন আমাকে handle করার মতো তোর এখনো age হয়নি
➪ভালো সবাই তো থাকতে চাই, কিন্তু মানুষ কি জানে না স্রষ্টা না চাইলে কেউ ভালো থাকতে যে পারে না!
➪আমি তোমার প্রিয় Hello হতে চাই ওও হো দুর্ভাগ্য বসত আমি তোমার কঠিনতম Good Bye
➪জীবনের রঙ বদলাতে চাও, বদলাও। কিন্তু মনে রেখ জীবন বদলাতে পারবে না।
➪ভাবছি আমার Selfie Pic NASA তে পাঠাবো কারণ আমি একজন Star you knowk
➪নিজের অন্দর মহলের সুন্দরতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পরিবহন করে নিজেকে সুন্দর করে তুলতে
➪খুশির খোঁজ করা বন্ধ করে দিয়েছি ,কারণ খুশি খুঁজতে খুঁজতে নিজের বর্তমান কে হারিয়ে ফেলছি দিন দিন
➪ভাই আমাকে নিয়ে বিচার করার আগে নিজেকে আয়নায় একবার অন্তত দেখ ,দেখবি নিজেকে নিয়ে বিচার করতে ইচ্ছা করবে
➪তুই ভালোবাসিস আর নাই বাসিস আমি তো আমার মতো relax আছি আর সারা জীবন থাকবো
➪নীরবতা কথা বলে যখন শব্দ নিজের থেকে চুপ হয়ে যায়
➪সব নিয়ন্ত্রণকে গুড়িয়ে দাও , দাঁড়িয়ে থাকো সবার থেকে পৃথক ভাবে , নিজের মস্তিষ্কের নয় শুধু গুরুত্ব দাও নিজের মনকে
➪আমি perfect নই , আমি just 18+ যে বেপারটা totally Awesome
➪Smile দ্বিতীয় স্থানে থাকা এমন এক জাদু যেটা তুমি তোমার ঠোঁটের সাথে করতে পারো
➪আমি সবসময় Selfie তুলিনা শুধু মাত্র দিনে একবার হোমিওপ্যাথিক ডোজসে মতো
➪কি অদ্ভুত তাইনা ? প্রেমও তার সাথেই হয় যে আমাদের কপালে নেই ।
➪আবেগগুলো অসম্পূর্ণই থাক কারণ আমি মধ্যবিত্ত ।
➪একবার আয়নার দিকে তাকিয়ে দেখো তুমি তোমার প্রতিদ্বন্দ্বীকে দেখতে পাবে
➪এটা আমার Attitude নয় এটা আমার style man
➪আমি Lazy নই আমি just Energy Saving Mode এ আছি
➪ভাই , ওই মালটা দেখ যাচ্ছে
উফ ! কি ফিগার
তোর বোন যখন রাস্তায় বের হয়
তখন যদি এই কথাটা কেউ বলে ?
মানুষ নয় , মানসিকতা বদলাও ।
➪"আমার পিছনে তারই কথা বলে
যারা আমার সামনে কথা
বলার সাহস পায়না"
➪প্রেমে পড়ে গেলে পাশে থাকুন মনে জায়গা নেই ।
➪সারাদিন সবাই ভালো থাকার অভিনয় করে যায় মাঝরাতে সবাই অভিনয়ের কাছে হেরে যায় ।
➪আচ্ছা ,প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি ? কাউকে দেখে ভালোলাগা টা হলো প্রেম আর তাকে ভুলতে না পারাটা হলো ভালোবাসা
➪জীবনটা এক যুদ্ধক্ষেত্র
চড়াই , উতরাই থাকবেই
সব কিছু পেরিয়ে গেলে
তবে তো জিত আসবেই ।
➪চলুন , পৃথিবীকে একটা সুযোগ দিন
আপনাকে আপনার
কাজের জন্য মনে রাখার ..
➪দুঃখগুলো মুছে দেবো সুরের মূর্ছনায়
সারাটি জনম রেখগো আমায়
তোমার মনের মন পিঞ্জারায় ।
➪হাজারো ভালোবাসার মাঝে
আমার টা হয়তো একটু ফিকে,
যদি সময় হয় তাকিও আমার দিকে ।
➪ভালোবাসাও একটা বাচ্চার মতো
যার চোখ আছে , হাত আছে
অনুভূতি আছে । আছে একটা নামও ,
আর নামটা হলো , আদর ।
➪না থাকতে চলে যাও ,
এসো না আর ফিরে ।
তোমায় নাহয় খুঁজে নেবো
মিথ্যে কল্পনার ভিড়ে ।
➪অবশেষে তুমি আকাশের চাঁদ হয়েই রইলে
আর আমি ? আমি কথিত সেই বামুন
চাঁদে হাত বাড়াতে বড়াবড়ই যার মানা ।
➪প্রতিটা মধ্যবিত্ত ব্যাচেলর অঞ্জন দত্তের
একটা করে বেলা বোস থাকে
যাকে সে মন থেকে চাইলেও
কোনদিনই পায়না ।
➪রোজনামচা জীবন মানে
নতুন অভিনয় ।
সুখ হাসে ঠোঁটের কোণে
তবু দুঃখ আড়ালেই রয় ।
➪কখনো কখনো বিষঘ্নতার ছোয়াই_
চারিপাশটা অন্ধকার মেঘে ঢেকে যায়
তুমি একটু আলো নিয়ে আসবে বলে,
আজও তার প্রতিক্ষায়!!
➪প্রথমত চা চাই দ্বিতীয়ত চা চাই আর সবশেষে আমি চা চাই ।
➪তুমিও বোঝ , আমিও বুঝি
বুঝেও বুঝি না
তুমিও বলো , আমিও বলি
তবে সোজাসুজি না ।
➪প্রতিটা Excuse me শব্দের পিছনে
‘এই বাল সামনে থেকে সরে ‘কথাটি
লুকিয়ে থাকে।
➪তুমি রাত জেগে কি করো?
মানুষের রিলেশনশিপ স্ট্যাটাস দেখি
আর লাইক , কমেন্ট react দিয়ে পাশে থাকি ।
➪নিশিদিন খুঁজে বেড়াও মনের মতো মানুষ
উড়বে বলে আগুন খোঁজে
শান্ত একটা ফানুস ।
➪ভালো থাকুক ভালোবাসা অন্য কারোর ভালোবাসায়
➪গভীর রাত কখনো বর্তমানের কথা বলে না,কিছু ব্যর্থ অতীতকে মনে করিয়ে দেয়!!!!
➪ভালোবেসেছি , জানো না তুমি
আলতো ‘বিষাদ ছোয়া’
একলা রাতে আমায় কাঁদাক
তোমার স্মৃতির হওয়া ।
➪তুমিও দেখোনা ফিরে
আমিও লোকাই ব্যথা হেসে ,
আমাদের চাওয়া , পাওয়া বেঁচে আছে
বোবা এস এম এসে ।
➪ও পাড়ার পাগলিটাও আজ মা হলো ধর্ষক পুরুষে , ধর্ষিত পুরুষতন্ত্র ।
➪স্বপ্ন ছিলো অনেক পড়াশোনা করে
একদিন কিছু করার ,
জানা ছিলো না দারিদ্র নামক
এক অধ্যায় যোগ হয়েছে সিলেবাসে ।
➪সে স্বপ্ন দেখায় যতটা না অভ্যস্ত তার চেয়ে বেশি
অভ্যস্ত স্বপ্ন ভাঙতে দেখার । দিনশেষে স্বপ্নভঙ্গের
বোঝা কাঁধে নিয়ে মুচকি হাসি হেসে বলে ওঠায়,
ব্যাপার না , হয় এরকম হয় ।
➪প্রেমের খাঁচা ভেঙে দিয়ে উড়ে চলে যাই পাখি নতুন করে বাঁচতে শেখায় রাতের জোনাকি
➪আর একবার ক্ষমা করা যায় না ? যায় , কিন্তু ভালোবাসা যায় না ।
➪সকলে বরং রঙিন দেখুক
হৃদয়ে থাক না ক্ষত , আগুন দিলেই পুরবো
নাহয় রংমশালের মতো ।
➪আমাদের আর একসাথে আকাশ দেখা হলো না চাঁদ ওঠার আগেই অমাবশ্যায় ঢেকে গেলো !
➪অনেকেই তো শুনতে আসে
ওরা শরীর বেঁচে টাকা কামায় রোজ
কেউ কি ব্রা -এর হুক খোলার আগে
একবারও নাও তাদের খোঁজ ?
➪ছেলেবেলাটা আজ যেন উকি দিয়ে বলে
কিরে বড় হতে চেয়েছিলি না ?
দেখ এখন কেমন লাগে !
➪এখন আর একাকিত্বে ভয় লাগে না
ভয় লাগে কারো ওপর বিশ্বাস করতে !
আবার যদি অভ্যেস হয়ে যায় ।
➪যদি ভালোবেসে আগলে রাখতে পারো সবকিছু সপে দেয়ার অভ্যেস আমারও ।
➪সেই ১১ টাকার sms প্যাক এর প্রেম গুলোই ভালো ছিলো !
➪কিছু গল্প একদম একইরকম থাকে
সাজানো গোছানো পরিপাটি
শুধুমাত্র ‘Only me ‘ তে থাকে ।
➪ভাই , আমার মনে হয়
বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম
একসাথে করে দেওয়া উঁচিত
তা কেন ? তাহলে অনাথগুলো বাবা মা পাবে ,
আর বৃদ্ধরা সন্তান পাবে !
আরো পড়ুন : Best 1200+ Facebook Bio Style 2024
🥺Emotional Status
কিন্তু ভালোবাসার নামে
অভিনয় করাটা অন্যায় ।
➪ভালোবাসার অনুভুতিগুলো
খুব আজব রকমের হয়
কখনো কষ্টের মাঝে লুকানো
সুখ খুঁজে পাওয়া যায় ।
➪সময় বদলে যায় জীবনের সঙ্গে
জীবন বদলে যায় সম্পর্কের সাথে
সময় বদলায় না আপনজনের সঙ্গে
শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে ।
➪পথ খুঁজে যায় পথের সীমানায়
আমার ঝাপসা চোখের বারান্দাতে
দীর্ঘ শ্বাসের জল ।
➪তোমাকে ভুলতে পারলেও,
তোমার সৃতিগুলো কখনই
ভুলতে পারবো না ।
➪সুখ এমন একটা App যা,
সবার লাইফে install হয় না ।
➪যদি মনের অনুভূতি ঠিক থাকে
তাহলে সম্পর্কটাও থাকে আজীবন
➪কে ভালোবাসার নামে
আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন,
তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু
আপনার চলার পথকে পিচ্ছিল
করে দিবে একদিন ।
➪পৃথিবীর সবচেয়ে
দুর্বল স্থান হলো মন
আর সব চেয়ে দুর্বল
অস্ত্র ভালোবাসা ।
➪ভালোবাসা অন্যায় নয়,
কিন্তু ভালোবাসার নামে
অভিনয় করাটা অন্যায় ।
➪যে মানুষ অন্যের অনুভূতির
মূল্য দিতে জানে না,
সে কখনো কাউকে
ভালোবাসতে পারে না।
➪অনেক গুলো রাত পার হয়ে গেলো
তোমার সাথে কথা বলি নি।
বাট এমন কোন রাত বাকি নেই,
যে তোমার কথা ভাবিনি
➪যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো
তাহলে ভেবোনা সে বোকা ।
শুধু এটাই ভাববে যে সে তোমাকে
এতটাই বিশ্বাস করেছিল
যার যোগ্য তুমি নও ।
➪কাউকে একবার মন থেকে ভালোবেসে
দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর
চেয়ে অনেক কঠিন মনে হবে ।
➪অপেক্ষা তো সেই করে,
যে কাউকে মন থেকে
ভালোবাসে ।
➪সুখী তো তারাই হয়,
যারা অন্যের বুকে ছুরি
মেরে ভালো থাকতে জানে ।
➪গিরগিটি রং বদলায় আত্ম রক্ষার্থে
আর মানুষ রং বদলায় সার্থ রক্ষার্থে ।
➪হ্যাঁ বদলে গিয়েছি,
সময়ের সাথে তাল মিলিয়ে
অনুভূতির পাত ছিঁড়ে
আমি হারিয়ে গিয়েছি ।
➪ভালোবাসা এমন এক বদ অভ্যাস
যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ
পাবার জন্যে সারা জীবন কষ্ট
সইতে দ্বিধা বোধ করে না।
➪ভালোবাসা থাকা সত্ত্বেও
কিছু কিছু সম্পর্ক,
ভুল বোঝা বুঝির
কারণে নষ্ট হয়ে যায়
➪ভুল করে হলেও যাকে
একবার ভালোবেসে ফেলা যায়
শত চেষ্টা করেও তাকে মন থেকে
কখনো ঘৃণা করা যায় না ।
➪কাউকে কষ্ট দিলে তোমাকেও
কষ্ট পেতে হবে
সেটা আজ হোক বা কাল ।
➪কলিজায় জায়গা দেওয়া মানুষগুলো
একসময় কলিজায়
আঘাত করে চলে যায়
এটাই বুঝি বাস্তবতা ।
➪একটা মানুষ তখনি একা
থাকতে পছন্দ করে যখন
সে দেখে সবাই তাকে ঠকায় ।
➪তোর মন খারাপের রাতে
যখন একলা আকাশ দেখিস
খুব কাছেই আছি আমি
ইচ্ছে হলেই ডাকিস ।
➪ভালোবাসা চিরদিনই বেঁচে থাকা
কখনো কবিতা হয়ে, কখনো গল্প হয়ে
কখনো সৃতি হয়ে, কখনো
আবার কারো চোখের জল হয়ে ।
➪আজীবন সাজাপ্রাপ্ত, দন্ডপ্রাপ্ত
আসামীর মত বড় একা আমি
বড় একা ।
➪আমি রাগ করি না, কারণ আমি জানি
আমার রাগের মূল্য নেই কারো কাছে ।
➪আমার গায়ে নিকোটিনের গন্ধ
আর তোমার গায়ে পর পুরুষের ।
➪কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের,
কিন্ত তার চেয়েও বেশী কষ্টের
হলো আসবেনা জেনেও তার জন্য
অপেক্ষা করে ।
➪তুই তার প্রেমেতে অন্ধ
আমি তোর প্রেমেতে সিমাবদ্ধ ।
➪সেই মানুষ টার ভরসা ভেঙ্গো না
যে সব হারিয়ে শুধু তোমার
ভরসায় বেঁচে আছে ।
➪চোখের অশ্রুটাও বেইমান
ঝরে পড়ে তাও আবার অন্যের জন্য
নিজের অস্তিত্ব টাও এখন বেইমানি
করে শুধুমাত্র তোর জন্য ।
➪আমার স্বপ্নগুলোতে দেয়ালে জমে
থাকা শেওলার মত শেওলা পড়ে গেছে ।
➪সুখী মানুষ গুলোর পতন
সব সময় ভালোবাসার
কারণে হয়, মাদকের জন্য নয়
➪তোমার হাতে হাত রেখে পাশাপাশি
হেঁটে চলার চিরচেনা সেই পথ গুলো
আজ বড্ড অচেনা ।
➪আমি একদিন নিখোঁজ হবো
উধাও হবো রাত প্রহরে
সড়ক বাতির আবছা আলোয়
খুঁজবে না কেও শহরে ।
➪স্তব্ধ রাতগুলো একসময় হাসিতে পুর্ন
থাকতো, আজ নীরবতায় পুর্ন থাকে ।
➪কাওকে ঠকিয়ে নিজেকে
বড় ভেবো না ।
সময়ের ব্যবধানে তুমিও
একদিন ঠকে যাবে ।
➪একবার বলেই দেখতে, তোমার ভালোবাসা
চাই না টাকা চাই । দিন রাত খেটে হলেও
তোমার চাওয়া পূরণ করতাম ।
➪সময় জুড়ে শুধুই শূন্যতা
নীরবে ছুঁয়ে থাকে
ভুলেও আমি ভাবিনি হারাবো
কখনো তোমায় এভাবে ।
➪বুঝিনি এতটুকু তোমাকে
হারিয়েছিলাম স্বপ্নের ঘোরে
কতটা পথ ঘুরে এসেছি
তুমি বন্ধু আমার ছিলে পাশে ।
➪কখনো ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনো বুঝিনি ফিরে আসবে না
আমার পৃথিবী রাঙিয়ে ।
➪জীবনে কাউকে আঘাত করার আগে
একটু ভেবে নিও নিজে আঘাত পেলে
কেমন লাবে, মনে রেখো কাউকে কাঁদিয়ে
বেশী দিন ভালো থাকা যায় না ।
➪আমাকে ভালোবাসতে হলে আমার
মৃত্যুর আগে বাসো মৃত্যুর পর তোমাদের
ভালোবাসা দিয়ে আমি কি করবো ।
➪সবসময় হাসতে থাকো করণ কেউ দেখতে পাবে না যে তুমি ভিতরে কতটা 💔 ভেঙে পড়েছো 😢।
➪সত্য অল্প সময়ের জন্য কষ্ট দেয়, কিন্তু মিথ্যা আজীবন কষ্ট দেয়।
➪আজ থেকে বদলে যাব, হয়ে যাব নিষ্ঠুর ।
করে আপন সাদা কাপন, পাড়ি দেবো অচিনপুর ।
ভুলে গিয়ে সব কিছু, বাঁধবো একটি ঘর ।
সেই ঘরটির নাম হবে, অন্ধকার কবর ।
➪সময় এবং উভয়ই যখন একসাথে আঘাত করে, তখন প্রতিটি মানুষ ভেতর থেকে পাথর হয়ে যায়।
➪সুখ নামের ময়না পাখি হয়তো
আর আসবে না ফিরে
আমার এই মনের ছোট্ট ঘরে ।
দুঃখ নামের নিষ্ঠুর পাখি
আমার থাকবে সারা জনম ভরে ।
➪কাউকে পছন্দ করতে এক মিনিট লাগে, কাউকে ভালোবাসতে এক ঘণ্টা, কিন্তু কাউকে ভুলতে সারাজীবন লাগে।
➪কেউ হৃদয়ের মধ্যে থাকলে হৃদয়টা হালকা লাগে, কিন্তু কেউ ছেড়ে গেলে খুব ভারি হয়ে যায় 🥺।
➪সময় আসলে ❤️ হৃদয় নিরাময় করে না। এটি কেবল হৃদয়কে সমস্ত ব্যথা ভুলে যেতে সাহায্য করে 😭
➪কখনও কখনও তুমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করো সেই ব্যক্তি তোমায় হয়তো সবচেয়ে কম বিশ্বাস করে!
➪সবচেয়ে বেদনাদায়ক বিদায় সেইগুলি যা কখনও বলা হয় নি এবং কখনও ব্যাখ্যা করা যায় না
➪আমি আর মানুষের উপর নির্ভর করি না কারণ আমি হতাশ হতে-হতে ক্লান্ত 😫 হয়ে গেছি।
➪তুমি যদি তার অনুভূতিকে সম্মান করতে না পারো তবে তুমি তার নীরবতার যোগ্য নও।
➪প্রেম হল এমন একটি ইমোশন যা অনেকের দ্বারা 🥰 অনুভব করা হয় তবে অল্প কিছুর দ্বারাই উপভোগ করা হয়।
➪যে তোমার চোখ পড়তে পারে তার কাছে কখনই কিছু লুকাবেন না কারণ যে তোমার চোখ পড়ে সে সবসময় তোমার হৃদয় পড়তে পারদর্শী।
➪আমি হয়তো খারাপ কিন্তু কখনো ভালো হওয়ার ভান করি না 🤟।
➪আমি টেক্সট করতে আসক্ত নই,
আমি যাকে টেক্সট করছি তার প্রতি আসক্ত।
➪তুমি মনে করো আমি বদলে গেছি।
সত্যি কথা হল তুমি কখনই সত্যিকারের
আমাকে বুঝনি।
➪আমি কখনোই কোনো অর্থের খাতিরে কারো সাথে সম্পর্ক রাখিনি। যার মন ভরে গেছে সে ধীরে ধীরে সরে গেছে।
➪আমি জীবনের সেই পর্যায়ে আছি যখন আমার কারুর আসা-যাওয়া নিয়ে চিন্তা করতে লাগে না
➪কখনও কখনও জীবনে এমন-এমন সময়ও আসে যখন আমাদের কাছে বলার জন্যে কিছুই থাকে না!
➪আমি গতকাল যে মানুষটি ছিলাম
তার সাথে আজকের মানুষটির
কোন তুলনা হয় না!
➪যে আপনাকে মূল্য দেয় না
তার উপর আপনার অনুভূতি
নষ্ট করবেন না।
➪তোমার সাথে বাঁচার ইচ্ছে ছিল,
নইলে ভালোবাসা যে কারো সাথেই
হতে পারতো।
➪আমার প্রতিটি নিঃশ্বাস প্রমাণ করে যে
আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি।
➪মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি,
এমন কেউ কি আছে যে
আমাকে হারানোর ভয় পায়?
➪যে মানুষগুলো সারাজীবন পাশে থাকবে বলে, তারাই ছেড়ে চলে যায়।
➪আপনি কি জানেন যে আমি আপনাকে
হারিয়েছি এই সত্যটি সবচেয়ে বেশি
কষ্ট দেয়।
➪আমি আপনার কাছে কিছুই নাও হতে পারি
কিন্তু আপনি এখনও আমার পাসওয়ার্ড।
➪মেঘ যখন জলের ভার সইতে পারে না
তখন বৃষ্টি পড়ে..
হৃদয় যখন কষ্টের ভার সইতে পারে না
তখন অশ্রু ঝরে যায়
➪প্রতিটা জলের ফোঁটাকে সম্মান কর
সেটা আকাশ থেকে হোক বা চোখের।
➪যদি মানুষ চাইলেই সব কষ্ট ভুলে যেতে পারতো তাহলে সবাইকে মনে কষ্ট নিয়ে বেঁচে থাকতে হত না।
➪তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে। সেটা ভালবাসা হোক কিংবা কষ্ট।
➪রাতের নিস্তব্ধতা মানে কেউ ভালবাসায় হাসছে আর কেউ নিঃশব্দে কাঁদছে।
➪মানুষ এতটাই স্বার্থপর হই যে, প্রয়োজন শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিতে এক মিনিটও ভাবে না
➪একদিন ঠিক হয়ে যাবে, এই কথার ওপর নির্ভর করে টিকে আছে হাজারও সম্পর্ক
➪কি বিচিত্র এই জীবন! কাছে থাকলে কেউ মূল্য দেয় না, কিন্তু হারিয়ে গেলে সবাই খোঁজে।
➪শাসন তাকেই করা যায়, যাকে নিজের করে ভালবাসা যায়
➪ভালবাসাটা একদিন ঠিকই বুঝবে, কিন্তু সেদিন হয়তো আমি আর থাকবো না।
➪অযত্নে রেখে যাবার সময় বলে যায়, নিজের যত্ন নিও’
➪জীবন হল দুঃখের আঁধার, আর সুখ হল তার আলো।
➪দুঃখ হল নিঃসঙ্গতা, যা কখনও শেষ হয় না।
🧑🤝🧑Friends Status
একটি সংযোগ - অতীতের সাথে
একটি বন্ধন, ভবিষ্যতের একটি রাস্তা,
একটি সম্পূর্ণ উন্মাদ জগতে বিবেকের
চাবিকাঠি।
➪প্রকৃত বন্ধু হলো ভালোবাসার বীজ থেকে জন্মানো ফুল।
➪আমি আলোতে একা না থেকে অন্ধকারে বন্ধুর সাথে হাঁটতে চাই।
➪একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান।
➪প্রকৃত বন্ধু হল দুটি দেহের একটি আত্মা
➪বন্ধু হল আত্মীয় যা আপনি নিজের জন্য তৈরি করেন।
➪প্রকৃত বন্ধুত্ব, বাস্তব কবিতার মতো,
অত্যন্ত বিরল - এবং মুক্তার মতো মূল্যবান।
➪সত্যিকারের বন্ধুত্ব প্রকৃত জ্ঞান
বহন করতে পারে। এটি অন্ধকার এবং
অজ্ঞতার উপর নির্ভর করে না।
➪একজন সত্যিকারের বন্ধু সেই যে
আপনার ব্যর্থতা উপেক্ষা করে এবং
আপনার সাফল্যকে উপভোগ করে।
➪সত্যিকারের বন্ধু হল সেই বিরল মানুষ
যারা আপনাকে অন্ধকার জায়গায় খুঁজে
পেতে এবং আপনাকে আলোর
দিকে নিয়ে যায়।
➪সবারই একজন বন্ধু আছে কিন্তু তোমার মত ভালো বন্ধু খুব কমই আছে।
➪জীবনের প্রতিটি পর্যায়ে প্রত্যেকেরই
একজন বন্ধু থাকে। কিন্তু শুধুমাত্র
ভাগ্যবানদেরই জীবনের সব পর্যায়ে
একই বন্ধু থাকে।
➪একজনের জীবনের ভালো অংশ তার বন্ধুত্ব নিয়ে গঠিত।
➪বন্ধুত্ব যদি আপনার দুর্বলতম বিন্দু হয়
তবে আপনি এই বিশ্বের সবচেয়ে
শক্তিশালী ব্যক্তি।
➪জীবনের অন্যতম সেরা জিনিস হল একজন ভালো বন্ধু!
➪বন্ধুত্ব যদি আপনার দুর্বলতম বিন্দু হয়
তবে আপনি এই বিশ্বের সবচেয়ে
শক্তিশালী ব্যক্তি।
➪বন্ধুরা ফুলের মত, তারা তোমার জীবনে রঙ যোগায়..!!
➪সেরা বন্ধুরা ভাল সময়গুলিকে আরও ভাল
এবং কঠিন সময়গুলিকে সহজ
করে তোলে!
➪সত্যিকারের বন্ধুরাই একে অপরকে বুঝতে পারে।
➪একজন সত্যিকারের বন্ধু আপনার হাত ধরে আপনার হৃদয় স্পর্শ করে।
➪সবারই একজন বন্ধু আছে কিন্তু তোমার মত ভালো বন্ধু খুব কমই আছে।
➪যদি তোমার কিছু পাগল বন্ধু থাকে তাহলে তোমার সব আছে.
➪বন্ধু ছাড়া আমি আমার জীবন কল্পনা করতে পারি না।
➪আমার জীবনে পরিবারের মতো এমন বন্ধু পেয়ে আমি ধন্য!
➪তোমাকে আমার সেরা বন্ধু হিসেবে পেয়ে
আমি সত্যিই ধন্য।
তোমার কারণে আমার জীবন
অনেক বেশি বিশেষ, বন্ধু
➪বন্ধুত্ব এমন একটি ফুল যা সব ঋতুতেই ফুটে।
➪একজন বন্ধু আপনাকে হাসাতে পারে..সে আশেপাশে না থাকলেও।
➪একজন সত্যিকারের বন্ধু সেই ব্যক্তি
যিনি আপনার অর্থহীন নাটক বারবার
শুনতে ক্লান্ত হন না।
➪বন্ধুরা তারার মতো, তারা আসে এবং যায় তবে যারা থাকে তারাই জ্বলে।
➪পাশাপাশি বা অনেক মাইল দূরে,
প্রিয় বন্ধুরা সবসময় হৃদয়ের
কাছাকাছি থাকে।
➪সত্যিকারের ভালবাসা যেমন বিরল, সত্যিকারের বন্ধুত্বও বিরল।
➪সেরা বন্ধুরা একটি ভয়ঙ্কর দিনকে আপনার
জীবনের সেরা দিনে পরিণত করতে পারে।
➪জীবনটা একঘেয়ে হয়ে যেত, বেস্ট ফ্রেন্ড ছাড়া!
➪পাগল বন্ধুরা ভালো সময় এবং সেরা স্মৃতি তৈরি করে।
➪একজন বন্ধু আপনার সম্পর্কে সবকিছু জানে এবং যাইহোক আপনাকে ভালবাসে।
➪যে বন্ধু আপনার কান্না বোঝে সে অনেক বন্ধুর চেয়ে অনেক বেশি মূল্যবান।
➪বন্ধু মানে একটু হাসি একটু অভিমান বন্ধু মানে তুই আমার আমিই তোর প্রাণ।।
➪আশে পাশে অনেক মানুষ দেখতে যেগো পাই কিন্তু বন্ধু তোমার মতন আপন কেহ নাই।।
➪খারাপ দিনের সবচেয়ে ভালো চিকিৎসা হল একজন ভালো বন্ধু।
➪তুমি আমার কাছে সত্যিই বিশেষ,
তুমি আমার সত্যিকারের বন্ধু।
সত্যিকারের বন্ধুত্ব চিরন্তন।
➪আমরা যেখানেই থাকি না কেন আমাদের
বন্ধুরা জায়গাটিকে আমাদের জন্য সুন্দর
ও আরামদায়ক করে তোলে।
➪কিছু বন্ধুত্ব টম ও জেরির মতো। তারা একে অপরকে জ্বালাতন করে; মারপিট করে; দুষ্টুমি করে; কিন্তু একে অন্যকে ছাড়া বাঁচতে পারে না।
➪জীবনে প্রকৃত বন্ধুত্ব থাকলে ভালোবাসার দরকার পড়ে না। কারণ একজন প্রকৃত বন্ধুর মধ্যে তোমায় ভালো রাখার সবরকম গুণ আছে।
➪ছোট্ট বেলার খেলার সাথী
বন্ধু তুই আমার
তোকেই আমি খুঁজে বেড়াই
বিশ্ব মাঝে সবার।।
➪মুখ যখন ভেসে যায়
দুটি চোখের জলে
তুই তখন ভুলিয়ে দিস
হাসির কথার ছলে।।
➪বন্ধু মানে একটু হাসি একটু অভিমান বন্ধু মানে তুই আমার আমিই তোর প্রাণ।।
➪বন্ধুত্ব করা মাটির উপর মাটি দিয়ে লেখার মতো সহজ। কিন্তু তা রক্ষা করা পানির উপর পানি দিয়ে লেখার মতো কঠিন।
➪বন্ধুত্ব সেই ছাতার মতোন, যা তোমাকে সব ঝড়-ঝঞ্ঝা থেকে রক্ষা করে। তোমায় শুধু শক্ত হাতে সেই ছাতাটা ধরে থাকতে হবে।
➪বন্ধুত্ব এবং গোলাপের মধ্যে সবচেয়ে বড়ো পার্থক্য হলো এই যে, গোলাপ কিছুক্ষণের জন্য টিকে থাকে, কিন্তু বন্ধুত্ব হলো চিরন্তন।
➪জীবনে যদি কারোর সাথে সত্যি মন দিয়ে বন্ধুত্ব করে থাকো, তাহলে তাকে হারিয়ে যেতে দিওনা। কারণ, চোখের জল হয়তো মোছা যায়, কিন্ত হৃদয়ের কান্না কোনো ভাবেই মুছতে পারবে না।
➪বন্ধুত্ব একটি মোমবাতির শিখার মতোন। একটুখানি যত্ন নিয়ে যাকে জ্বলতে দিলে, সে অক্লান্তভাবে নিজের শেষ নিশ্বাস অবধি আলো দেবে
➪বন্ধুত্বের কোনো রং নেই, তবু রঙিন হয়। বন্ধুত্বের কোনো চেহারা নেই, তবু সুন্দর হয়। বন্ধুত্বের কোনো ঘর নেই, কারণ বন্ধুত্বের ঘর তো বন্ধুর মনে হয়।
➪ন্ধুত্ব কাঁচের মতো, যাকে যত্ন করে রাখতে হয়। কারণ একবার ভেঙে গেলে, জোড়া লাগানো কঠিন। আর যদি জোড়া লাগানোও যায়, ভাঙা চিহ্নটা তবুও রয়েই যায়।
😫 Miss Status
➪আমাকে মিস করার মত সময় হয়তো তোর হবে না জানি ……কারণ, তোর পৃথিবীতে আমি ছাড়াও আরো অনেকে আছে …….কিন্তু আমার পৃথিবীতে তুই ছাড়া আরকেও নেই তাইতো আজও তোকে অনেক মিসকরি ….
➪তুমি সেই কবিতা ! যা প্রতি দিন ভাবি…. লিখতে পারিনা॥ তুমি সেই ছবি! যা কল্পনা করি…. আঁকতে পারি না॥ তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন চাই…. কিন্তু তা কখনো-ই পাই না।তুমি আমার সেই রাজকন্যা যাকে সপ্নে দেখেছি কখনো পাইনি খুঁজে
➪সবচেয়ে বাজে অনুভুতিটা তখনি হবে,যখন আপনি কাউকে খুব মিস করবেন,তারসাথে কথা বলতে চাইবেন,কিন্তুসেইমানুষটি আপনার কোন কথায় সাড়া দেবে না।
➪জানিনা কিভাবে তোমার দেখা পাবো,জানিনা কিভাবে তমাকে কাছে পাবো,জানিনা কতটা আপন ভাবো তুমি আমায়।শুধু জানি এই অবুজ মনটা অনেক মিস করে তোমায়।
➪শ্রাবনে ওই বৃষ্টি ধারায়, আজ শুধুতোমাকে খুঁজে বেড়াই. যদিও তুমি অনেকদুরে, তবুও রেখেছি তোমায় মন পাঁজরে.নীরবে তোমায় মিস করি সারাক্ষণ, অথচতা তোমার কাছে আজও গোপন..!!
➪মাঝে মাঝে তোমাকে খুব কষ্ট দেই,কারন তোমাকে ভালোবাসি বলে ।নিরবে নিজে ও কষ্ট পাই,তোমাকে মিস করবো বলে ।তোমাকে যখন মিস করি,তখন পৃথিবীকে এড়িয়ে চলি ।কারন, তখন আমার সবঅনুভূতি জুড়ে শুধুই তুমি ..
➪ভালোবাসার মাঝে সুক আছে।ভালো থাকার মাঝে কষ্ট আছে।দূরে রাখার মাঝে টান আছে।মনে রাখার মাঝে প্রান আছে। তাইমনে রেখ আমায় চিরদিন।
➪ভুলে গেলেযেতে পারো,বাঁধা দিবো না ..জোর করে কিছু,পাওয়া যায় না ..মন থেকে miss করি, মুখ থেকে নয় !জীবনের শেষ মুহূর্তে,যেন একবার দেখা হয় ……
➪যখন তোমায় মনে পরে মনজে আমার কেমন করে…..তকে মিস করচি ভীষন……।যত দিন এদেহে প্রান আছে তকে বুধহয় আমারভুলে থাকা সম্ভব নয়।
➪অনেক miss করছি ,মন পাখি তোরে ..কোথায় আছিস কেমন আছিস ,আমার চোখের আড়ালে …শুনতে ইচ্ছে করেতোর মিষ্টি সুর ,বলনা পাখি তুইকোথায় আছিস কতো দূর
➪চাই না ফুল , শুকিয়ে যাবেচাই না তাঁরা , লুকিয়ে যাবেচাই না মেঘ , ঝরে যাবেচাই না ভালোবাসা , হারিয়ে যাবেচাই একটা মনের মত বন্ধু ,,যে আমাকে সব সময় মিস করবে___
➪মানুষ জীবনে দুইবার বদলায়:প্রথমবার : যখন সে প্রেমে পড়েদ্বিতীয়বার : যখন সে তার মনেরমানুষকে হারায়……♡
➪রাখবে কি আমায় মনে?বলবে কি আমার কথা?বুঝবে কি আমার ব্যাথা?ভাববে কি আমায়?পড়বে কি মনে আমায়?,,যেই দিন থাকবো না এই পৃথীবীতে।
➪কতো দিন হাঁটা হয় নি হাঁতে রেখে হাঁত,কতো দিন একসাথে দেখা হয় নি চাঁদনী রাত ।কতো দিন বসা হয় নি পাশা – পাশি,কতো দিন দেখা হয় নি তোমার দুষ্ট মিষ্টি হাঁসি ।ভিষণ মিস করছি তোমাকে ।
➪আজ হারিয়েছি,কাল খুঁজবো আজ পাইনি,কাল পাবো আজ হেরেছি, কাল জিতবো।আমি আবার ফিরে আসবো,
➪একা একা সারাহ্মন পথ চেয়ে থাকি¤ কল্পনাতে শুধু তারি ছবি আঁকি ¤ বর্ষার কাব্য লাগেনা যে ভালো¤ তাকে শুধু মনে পড়ে।
➪আমাদের চাওয়া পাওয়া পুড়ে পুড়ে হলো ছাই হায় হৃদয়ের ঋন,শুধু হৃদয়ে বাড়াই মনে কি পরে না স্মৃতির ফুল তোলা সোনালী সুতোয় বোনা হারানো সে দিন মনে কি পরে না রোদেলা সুখে দুজনে ছিলাম কত কাছাকাছি মনে কি পরে না,মনে কি পরে না।
➪মানুষের জীবনে চাওয়ার শেষ নেই স্বপ্নের সমাপ্তি নেই আকুলতার অন্তি নেই আমার চাওয়া তুমি স্বপ্ন তুমি আমার সব আকুলতা শুধু তোমার মাঝে আমার জীবন শুধু তোমাকে ঘিরে॥
➪এখন ও তোমায় খুঁজি হাজার লোকেরভিড়ে,
এখন ও তোমার সেই আসন! আমার
হৃদয় জুড়ে, হৃদয় জুড়ে অস্থিরতা এখনও
আমি বুঝি, লোকালয় ছেঁড়ে নির্জনেতে
তোমায় খুঁজি….. ___আই মিসস ইউ
➪এখন ও তোমায় খুঁজি হাজার লোকের ভিড়ে, এখন ও তোমার সেই আসন। আমার হৃদয় জুড়ে,হৃদয় জুড়ে অস্থিরতা
➪যখন তোমাকে খুব মিস করি,,তখন ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি জানি সেখানে তোমাকে দেখব না।কিন্ত এই ভেবে সান্ত্বনা পাই যে,দুজনে এক আকাশের নিচেই তো আছি
➪মাঝে মাঝে তোমার স্মৃতি গুলো ভীষণ কাঁদায়। আনমনে ভাবতে থাকি কোথায় যেন হারিয়ে যাই। তখন তোমাকে কাছে পাবার বাসনা খুব তীব্র হয়।
➪মাঝে মাঝে তোমার কথা ভেবে আমার চোখে পানি এসে পড়ে এতটা miss করি তোমাকে আবার সাথে সাথে যখন তোমার সাথে কাটানো প্রিয় মুহূর্ত গুলোর কথা মনে পড়ে তখন আমি কান্না ভেজা চোখেই হেসে উঠি।
➪গোলাপকে ছিঁড়তে গেলে কাঁটা লাগে হাতে, মনের মানুষকে ভুলতে চাইলে ব্যথা লাগে বুকে, তাই শত কষ্টের মাঝে মনে রাখতে চাই তোমাকে।,, I miss you.,,
➪প্রেমে পরলে এই দোয়া পড়তে হয় I LOVE YOU.প্রেম ভাঙ্গিলে এই দোয়া পড়তে হয় I HATE YOU তারপর আজীবন কেঁদে কেঁদে এই দোয়া পরতে হয় “I MISS YOU”
➪একটু খানি শোন একটু আমায় জানো.. একটু খবর নিয়ো,, একটু যখন একা, একটু দিয়ো দেখা,, একটু নিয়ো খোঁজ Sms দিয়ো রোজ।
➪জানিনা কিভাবে তোমার দেখা পাবো জানিনা কিভাবে তোমাকে কাছে পাবো, জানিনা কতটা আপন ভাবো তুমি আমায়।শুধু জানি এই অবুঝ মনটা অনেক মিস করে তোমায়।
➪প্রতিক্ষণে পড়ে মনে তোমার কথা, তোমার জন্য আমার এতো ব্যাকুলতা। হারিয়ে যাই ভাবনার সাগরে তোমায় ভেবে। মনের ঘরে স্বপ্ন সাজাই তোমায় নিয়ে। কেনো থাকো আমায় ছেঁড়ে দূরে দূরে, আমিতো পারিনা এক মুহূর্ত থাকতে তোমায় ভুলে। তুমি হীনা নিঃস্ব লাগে নিজেকে। শুন্যতা আসে নেমে এই হৃদয় জুড়ে।
➪আমাদের চাওয়া পাওয়া পুড়ে পুড়ে হলো ছাই হায় হৃদয়ের ঋণ,শুধু হৃদয়ে বাড়াই মনে কি পরে না স্মৃতির ফুল তোলা সোনালী সুতোয় বোনা হারানো সে দিন মনে কি পরে না রোদেলা সুখে দুজনে ছিলাম কত কাছাকাছি মনে কি পরে না,মনে কি পরে না……
➪মনে রাখব তোমাকে চিরদিন তুমি যেখানেই থাক যতদিন। তোমাকে নিয়ে ঘুরবো স্মৃতির ঘরে, যদিও তুমি হয়ে গেছ আমার পর, তবুও Miss করব তোমায় জীবনভর
➪টিপ টিপ বৃষ্টি পরছে অঝোরে আজ সারা দিন ধরে____ বিষণ্ণ ভাবনায় কাটে না সময়, তাকে শুধু মনে পরে
➪তুমি কি অনুভব করতে পারো আমার হৃদয় ভাঙ্গার বেদনা? তুমি কি শুনতে পাও আমার স্বপ্ন ভাঙ্গার কান্না? যদি তুমি আমাকে বুঝতে তবে আমাকে একা ফেলে চলে যেতে না I Miss U
➪তোমার হারানো স্মৃতি আমাকে এখনো কাঁদায়, কেন চলে গেলে আমাকে ছেড়ে, তোমাকে ভুলে যাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমাকে ভুলতে পারি নাই… I miss u
➪প্রেমে পরলে এই দোয়া পড়তে হয় I LOVE YOU.প্রেম ভাঙ্গিলে এই দোয়া পড়তে হয় I HATE YOU তারপর আজীবন কেঁদে কেঁদে এই দোয়া পরতে হয় “I MISS YOU”
➪আজ অনেক বৃষ্টি ঝরছে তোমায় খুব মনে পড়ছে,বৃষ্টি তে আজ ভিজব না সুখে দের আর কুজব না,বৃষ্টি মিস করছে আমায় আমি মিস করছি তোমায়… I Miss You Very Much….??
➪বাতাসের হাতে একটি চিঠি পাঠিয়ে দিলাম আজ। আমি আছি অনেক দূরে সঙ্গে অনেক কাজ। বাতাস তুই একটি কথা বলে দিস তাকে, আমি তাকে মিস করছি হাজার কাজের ফাঁকে।
➪কেমন আছ জানতে চাই,, মোখের কথাও শুনতে চাই। আমি আচি খুবভাল,, তুমি কেমন? তাই বল….I miss you..?
➪নীল নীলিমায় দূরে কোথায় মন যে হারায় বেকুলতায় মনে পরে যায়। একটা কথা ই মন জানতে চায় অবেলায় অবসরে মনে কি পরে আমায় “আই মিছ ইউ”
➪কিছু কথা কিছু পরিচয়, ক্ষনিকের হয়। কিছু ব্যাথা কিছু সৃষ্টি, ভূলার নয়। কিছু মানুষ কিছু বন্ধু চিরদিনের হয়। “আই মিছ ইউ”।
➪মানুষের জীবনেচাওয়ার শেষ নেইস্বপ্নের সমাপ্তি নেইআকুলতার অন্তি নেইআমার চাওয়া তুমিস্বপ্ন তুমিআমার সব আকুলতাশুধু তোমার মাঝেআমার জীবনশুধু তোমাকে ঘিরে॥?
➪আমাদের চাওয়া পাওয়া পুড়ে পুড়ে হলো ছাইহায় হৃদয়ের ঋন,শুধু হৃদয়ে বাড়াইমনে কি পরে না স্মৃতির ফুল তোলাসোনালী সুতোয় বোনা হারানো সে দিনমনে কি পরে না রোদেলা সুখেদুজনে ছিলাম কত কাছাকাছিমনে কি পরে না,মনে কি পরে না……?
➪প্রতিক্ষণে পড়ে মনেতোমার কথা,তোমার জন্যআমার এতো ব্যাকুলতা।হারিয়ে যাইভাবনার সাগরেতোমায় ভেবে।মনের ঘরেস্বপ্ন সাজাইতোমায় নিয়ে।কেনো থাকোআমায় ছেঁড়েদূরে দূরে,আমিতো পারিনাএক মুহূর্তথাকতে তোমায় ভুলে।তুমি হীনানিঃশ্ব লাগে নিজেকে।শুন্যতাআসে নেমেএই হৃদয় জুড়ে?
➪রাতের বুকে চাঁদের আলো,আমি তো নেই ভাল।তুমি আমার কত আপন,তোমার জন্য কাঁদে এ মন।তাই জানতে চাই আছো কেমন??
➪প্রেমে পরলে এই দুআ পড়তে হয় I LOVE YOU.প্রেম ভাঙ্গিলে এই দুআ পড়তে হয় I HATE YOU তাঁরপর আজীবন কেঁদে কেঁদে এই দুআ পরতে হয়”I MISS YOU”?
➪তুমি কি অনুভব করতে পারো আমার হৃদয় ভাঙ্গার বেদনা? তুমি কি শুনতে পাও আমার সপ্ন ভাঙ্গার কান্না? যদি তুমি আমাকে বুঝতে তবে আমাকে একা ফেলে চলে যেতে না I Miss u?
➪এক চোখে ঘুম আর এক চোখে স্বপ্ন!! এক পাশে নীল আর এক পাশে কাশবন এক পাশে সমুদ্র আর এক পাশে পাহার এক পাশে 2মি আর এক পাশে আমি বলনা জানুপাখী কেমন আছো তুমি ?
➪কাজল কালো আঁখি তোমার, চাঁদের মতো মুখ, না দেখলে বন্ধু তোমায় লাগে না যে সুখ, যেখানে আছো যেভা আছো ভালো থেকো মন চাইলে খবর নিও কেমন আছি আমি। ?
➪সেই সেদিন থেকে ঝুলে শূন্যের কাটা-তারে ; দিকভ্রান্ত, বিভ্রান্ত আমি মিথ্যে মরিচিকায় তোমাকে খুঁজেছি। আজ বড় জানতে ইচ্ছে করছে কেমন আছ তুমি ?
➪আমার ভাবনা বলে “I miss you” , আমার মন বলে “I feel you”, আমার চোখ বলে “I see you”, আমার হৃদয় বলে “I like you”, আমার এসএমএস বলে “How Are You” ?
➪নীল নীলিমায় দূরে কোথায় মন যে হারায় ব্যাকুলতায় মনে পরে যায়। একটা কথা ই মন জানতে চায় অবেলায় অবসরে মনে কি পরে আমায় “আই মিছ ইউ”।
➪জানিনা কিভাবে তোমার দেখা পাবো,জানিনা কিভাবে তমাকে কাছে পাবো,জানিনা কতটা আপন ভাবো তুমি আমায়।শুধু জানি এই অবুজ মনটা অনেক মিস করে তোমায়।?
➪যখন তোমাকে খুব মিস করি,, তখন ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি.. জানি সেখানে তোমাকে দেখব না.. কিন্তূ এই ভেবে শান্তনা পাই যে,, দুজনে এক আকাশের নিচেই তো আছি….?
➪মাঝে মাঝে তোমার স্মৃতি গুলো ভীষন কাঁদায়। আনমনে ভাবতে থাকি,, কোথায় যেন হারিয়ে যাই। তখন তোমাকে কাছে পাবার বাসনা খুব তীব্র হয়।
➪মাঝে মাঝে তোমার কথা ভেবে আমার চোখে পানি এসে পড়ে … এতটা miss করি তোমাকে … আবার সাথে সাথে যখন তোমার সাথে কাটানো প্রিয় মুহূর্ত গুলোর কথা মনে পড়ে ,, তখন আমি কান্না ভেজা চোখেই হেসে উঠি….?
➪আকাশ বলে তুমি নীল। বাতাস বলে তুমি বিল। নদী বলে তুমি সীমাহীন। চাঁদ বলে তুমি সুন্দর। ঘাস বলে তুমি সবুজ। ফুল বলে তুমি অবুজ। কিন্তু আমি বলি, “তুমি কেমন আছ?”
➪তুমি কি অনুভব করতে পারো আমার হৃদয় ভাঙ্গার বেদনা? তুমি কি শুনতে পাও আমার স্বপ্ন ভাঙ্গার কান্না? যদি তুমি আমাকে বুঝতে তবে আমাকে একা ফেলে চলে যেতে না “আই মিস ইউ”।
➪টিপ টিপ বৃষ্টি পড়ছে অঝোরে আজ সারা দিন ধরে_ বিষন্ন ভাবনায় কাটে না সময়, তাকে শুধু মনে পড়ে
➪মনে রাখব তোমাকে cirodin, তুমি যেখানেই থাক jotodin. তোমাকে নিয়ে ঘুরবো Sritir ঘর, যদিও তুমি হয়ে গেছ আমার Por, তবুও Miss করব তোমায় জীবনভর।
➪একা একা সারাক্ষণ পথ চেয়ে থাকি¤ কল্পনাতে শুধু তারি ছবি আঁকি¤ বর্ষার কাব্য লাগেনা যে ভালো¤ তাকে শুধু মনে পড়ে ।
➪এখন ও তোমায় খুঁজি হাজার লোকের ভিড়ে, এখন ও তোমার সেই আসন, আমার হৃদয় জুড়ে । হৃদয় জুড়ে অস্থিরতা এখনও আমি বুঝি, লোকালয় ছেঁড়ে নির্জনেতে তোমায় খুঁজি ___আই মিসস ইউ ।
➪যখন তোমাকে খুব মিস করি,, তখন ঐ আকাশের দিকে তাকিয়ে থাকি.. জানি সেখানে তোমাকে দেখব না.. কিন্তূ এই ভেবে শান্তনা পাই যে,, দুজনে এক আকাশের নিচেই তো আছি….
➪মাঝে মাঝে তোমার কথা ভেবে আমার চোখে পানি এসে পড়ে … এতটা মিস করি তোমাকে … আবার সাথে সাথে যখন তোমার সাথে কাটানো প্রিয় মুহূর্ত গুলোর কথা মনে পড়ে ,, তখন আমি কান্না ভেজা চোখেই হেসে উঠি…. “আই মিস ইউ” ।
➪গোলাপকে ছিড়তে গেলে কাঁটা লাগে হাতে,মনের মানুষকে ভুলতে চাইলে ব্যথা লাগে বুকে, তাই শত কষ্টের মাঝে মনে রাখতে চাই তোমাকে “আই মিস ইউ”
➪আকাশ বলে তুমি নীল। বাতাস বলে তুমি বিল। নদী বলে তুমি সীমাহীন। চাঁদ বলে তুমি সুন্দর। ঘাস বলে তুমি সবুজ। ফুল বলে তুমি অবুজ। কিন্তু আমি বলি, “তুমি কেমন আছ?”
➪তুমিও আমাকে এক দিন ভালোবাসবে, যেভাবে তোমাকে আমি ভালোবাসতাম।তুমি ও একদিন মনে করবে ,যেভাবে আমি তোমাকে মিস করি।
➪ফুল তো বাগানের তবে হাতে কেনো? চাঁদ তো আকাশে তবে জ্বলে কেনো? জল তো সাগরে, তবে চোখে কেনো? মন তো আমার তবে বার বার তোমাকে মনে পরে কেনো??
➪প্রেমে পরলে এই দুআ পড়তে হয় আই লাভ ইউ , প্রেম ভাঙ্গিলে এই দুআ পড়তে হয় আই হেট ইউ , তাঁরপর আজীবন কেঁদে কেঁদে এই দুআ পরতে হয় “আই মিস ইউ”।
➪জানিনা কিভাবে তোমার দেখা পাবো, জানিনা কিভাবে তোমাকে কাছে পাবো, জানিনা কতটা আপন ভাবো তুমি আমায়। শুধু জানি এই অবুজ মনটা অনেক মিস করে তোমায়।
➪এখন ও তোমায় খুঁজি হাজার লোকের ভিড়ে, এখন ও তোমার সেই আসন, আমার হৃদয় জুড়ে । হৃদয় জুড়ে অস্থিরতা এখনও আমি বুঝি, লোকালয় ছেঁড়ে নির্জনেতে তোমায় খুঁজি ___আই মিসস ইউ ।
💔Breakup Status
লিখবো ভালোবাসার গল্প!
কিন্তু লিখতে হচ্ছে
হাজারো কষ্টের গল্প।”
➪“ভুলটা তোমারই ছিল,
আজও তো বুঝলে না।
চলে তো গেলে তুমি,
দিয়ে মোরে যন্ত্রনা।”
➪“হয়তাে ভুল করে তােকে
চেয়ে ছিলাম।
আমি জানতাম না।
তুই অনেকটা দামি।”
➪“কষ্ট তাে তখন হয়,
যখন কেউ অনেকটা কাছে এসে,
আবার দূরে চলে যায়।”
➪“যদি চলেই যাবে!
বিধ্বস্থ কাউকে স্বপ্ন
দেখানাের কি প্রয়ােজন ছিল?”
➪“যেতে চেয়েছো যেতে দিয়েছি,
পিছন ফিরে ডাকিনি।
একটা কথা জানতে চাইছি,
তুমি কি আমাকে কোনো দিনও
সত্যিকারের ভালোবাসোনি।”
➪“প্রেম,
শব্দটি ছােট হলেও,
এটি একটি মানুষকে
নিঃশেষ করার ক্ষমতা রাখে।”
➪“স্বপ্ন পালিয়ে যায়
ঘুম ভেঙে গেলে!
আর মানুষ পালিয়ে যায়
স্বার্থ ফুরিয়ে গেলে!”
➪“সুখের আকাশটা আজ,
রাতের মতো কালো।
সাজানো স্বপ্ন গুলো হয়ে
গেছে এলোমেলো।”
➪“ভুলটা আমার ছিল,
কারণ স্বপ্নটা যে আমি
একাই দেখে ছিলমা।”
➪“যদি কাউকে ধোঁকা দিতে পারো,
তাহলে ভেবোনা সে বোকা ছিলো,
মনে রাখবে সে তোমাকে
বিশ্বাস করে ছিলো,
কিন্তু তুমি তার সেই বিশ্বাসের
যোগ্য ছিলেনা..!!”
➪“দোষটা তাের না!
হয়তাে আমার ভাগ্যে
ভালােবাসা লেখা ছিলাে না।”
➪“তুমি বদলে গেলে পরিস্থিতি দায়ী।
আর আমি বদলালে অবিশ্বাসী…!”
➪“একসময় যার হৃদয়ে থাকতাম!!
এখন তার ব্লকলিস্টে।”
➪“কলিজায় জায়গা দেওয়া
মানুষগুলোই একসময়
কলিজায় আঘাত করে চলে যায়।
এটাই বুঝি বাস্তবতা।”
➪“ভালবাসা বদলায় না,
বদলে যায় মানুষগুলো,
অনুভূতিরা হারায় না
হারিয়ে যায় সময়গুলো।”
➪“আমাকে দুঃখ দিতে চাও দাও,
কিন্তু এতটা দুঃখ দিওনা,
যাতে তা যন্ত্রনা রুপ নেয়!!”
➪“চলেই যদি যাবে,
তো এসেছিলে কেন?
ভুলেই যদি যাবে,
তো জান বলে ডেকে
ছিলে কেন?”
➪“ভালবাসার মানুষের দেওয়া
সব কষ্টই মেনে নেয়া যায়,
শুধু মেনে নেয়া যায়না
তার চলে যাওয়া কষ্টটা।”
➪“সুখে থেকো নিয়ে
ঐ জীবন সাথি,
অভিশাপ দেব না
হও তুমি সুখি।”
➪“মাঝে মাঝে মনে হয় ভালোবেসে
অনেক বড় ভুল করেছি।
আর সেই ভুলের মাশুল
দিতে হচ্ছে এখন
দিন রাত কষ্ট পেয়ে।
সবার জীবনে ভালোবাসা সয় না।”
➪“সপ্ন ভরা জীবনে দুঃখ
যখন আসে,
সবাই তখন পর হয়ে যায়
থাকেনা আর পাশে।
কষ্ট যখন মনের মাঝে
দিয়ে যায় ব্যথা,
সবাই তখন ভুলে যায়
সম্পর্কের কথা।”
➪“এক সাগর কষ্ট বুকে,
কষ্টের কথা বলি কাকে?
যার কারনে নিস্ব হলাম,
সে তো আছে বেশ সুখে।”
➪“যদি কর সুখের আশা
করিও না ভালবাসা,
ভালবাসা অতি কষ্ট,
এতে হয় জিবন নষ্ট,
ভালবাসার শেষ ফল,
বুকে বেথ্যা চোখে জল।”
➪“অচেনা পাখি হয়ে
বেধেছিলে বাসা,
নিয়ে গেল মন তুমি
ভেঙ্গে দিলে আশা।
কার আকাশে এখন তুমি
মিষ্টি গান গাও,
মন ভেঙ্গে তুমি কি
সুখ পাও?”
➪আমি তোমাকে ছাড়া
জীবনের কাছে কিছু চাইনি,আর
জীবন আমাকে সবকিছু দিয়েছে
তুমি ছাড়া।
➪সময় বদলেছে, বদলে গেছো তুমি।
হাসির কারণ বদলেছে,কিন্তু
কান্নার কারণ এখনও"শুধু তুমি"
➪শান্তি বিক্রি করে শুধু কষ্ট পেয়েছি,
অপরিচিতকে আপন করে
প্রিয়জনকে হারিয়েছি .!!
➪যার জন্য
সারা পৃথিবী ভুলে গিয়েছিলাম,
আজ সে অন্য কারো জন্য
আমাকে ভুলে গেছে।
➪কাল রাতে যে শান্তিতে ঘুমিয়েছে
সে নিজেও জানে না তার জন্য
একজন মানুষ কতটা কেঁদেছে।
➪আমি তোমাকে ভুলে যাব,
একটু ধৈর্য্য ধর,তোমার মত
স্বার্থপর হতে একটু সময় লাগবে।
➪কষ্ট এই নয় যে
সে আমাকে ছেরে চলে গেছে,
কষ্ট হল চলে যাওয়ার পরেও সে
আমার মধ্যে রয়ে গেছে।
➪আজ ছায়াকে জিজ্ঞেস করলাম,
তুমি আমার সাথে হাঁটছ কেন,
সেও হেসে বলল,
তোমার সাথে আর কে আছে?
➪কেন তোমাকে
এত ভালোবেসে ফেললাম,
এই আফসোস সারাজীবন
থেকে যাবে।
➪কেউ এক ফোঁটা ভালোবাসার জন্য
আকুল ছিল আর কারো মন
সাগর দিয়েও ভরেনি ..!!
➪নিজের কাছে ক্ষমা চেয়ে নিলাম,
অন্যকে খুশি করতে গিয়ে আমি
নিজেকেই সবচেয়ে বেশি
কষ্ট দিয়েছি ।
➪তার প্রতিশ্রুতিও ছিল অদ্ভুত
যে সারাজীবন একসাথে থাকবো
আমিও জিজ্ঞাসা করিনি ভালোবাসা
দিয়ে নাকি স্মৃতিতে ।
➪কারো জন্য সে আমাকে
ভুলে গেলেও কিছু যায় আসে না,
আমিও তার জন্য সারা পৃথিবী
ভুলে গিয়েছিলাম।
➪সম্পর্ক ধীরে ধীরে শেষ হয়,
হঠাৎ করেই জানা যায়।
➪কোনো সম্পর্কই অসম্পূর্ণ থাকে না,
শুধু তা পূরণ করার ইচ্ছা দুই দিকেই
থাকা উচিত।
➪তুমি আমাকে ঠকালে সেটা
তোমার দোষ ছিল না,
আমি তোমাকে সুযোগ দিয়েছি
এটাই আমার দোষ।
➪আবেগ ছিল
কারো হৃদয়ে বেঁচে থাকার,
ফলে আমি নিজেদের মধ্যেই
মরে গেছি।
➪সবচেয়ে বেশি কষ্ট হয় যখন
মানুষ আমাদের ভুল বুঝে এবং
কোন দোষ ছাড়াই আমাদের
ছেড়ে চলে যায়।
➪তুমি একদিন আমাকে মিস করবে
এই ভেবে যে আমি কেন তার
ভালবাসার প্রশংসা করিনি।
➪কাউকে ভালোবেসে তাকে হারিয়ে
চুপ হয়ে যাওয়ার কষ্ট কি জানেন ?
➪তোমাকে প্রতিশ্রুতি পূরণ করতে
বাধ্য কবো না ,শুধু একবার এসো,
তোমার স্মৃতি ফিরিয়ে নিতে।
➪মন বলে এই পৃথিবী ছেড়ে
চলে যাই চিরতরে,তারপর ভাবি
চলে যাবার পর তুমি কাকে
ঘৃণা করবে ।
➪তুমিই আমার চোখ থেকে
বয়ে যাওয়া অশ্রুর উত্তর ..!
➪আজকাল মানুষ ভালোবাসার নামে
সময় কাটাতে আসে,মন ভরে গেলে
চিনতেও অস্বীকার করে।
➪হয়তো তোর খুব কাছে পৌঁছে
গেছিলাম, তাই তোর থেকে দূরে
থাকতে খুব কষ্ট হয়।
➪তোমার এই মিথ্যে ভালোবাসা
আমাকে শিখিয়েছে কিভাবে
বাঁচতে হয়।
➪যদি তোমার নিজের একটুও
লজ্জা থাকে, তবে আমার মত অন্য
কারো হৃদয় ভাঙবে না।
➪আমি দাস ছিলাম না,
শুধু তোমাকেই ভালোবেসেছিলাম।
➪এখন এই পৃথিবীতে ভালোবাসা
নেই বলে মানুষ আর ভালোবাসে না,
ঠাট্টা করে।
➪হয়তো তোমার জন্য আমি শুধুই
টাইম পাস ছিলাম, কিন্তু একদিন
তুমি জানবে আমার সাথে কাটানো
সময়গুলো ছিল সবচেয়ে সুন্দর সময়।
➪ব্রেকআপ করা সহজ,
কিন্তু ব্রেকআপের যন্ত্রণা সহ্য করা
খুব কঠিন।
➪প্রেমে এতটাই অবুঝ ছিলাম যে
তার কথার ফাঁদকে ভালোবাসা
বলে বুঝেছিলাম ..!!
➪একাকীত্বের চাদরে ঢেকে ফেলেছি ,
যখন জীবন থেকে চলে গেছে
সেই মানুষটি..!!
➪তোমাকে ছাড়া যে শূন্য লাগে,
তাকে কি ভালোবাসার ভাষায়
ভালোবাসা বলে?
➪যে একবারও ফিরে তাকায়নি
তার স্মৃতি আজও কাঁদায় ।
➪আগে ভাবতাম
তুমিই আমার একমাত্র সুখ,কিন্তু
এখন বুঝতে পারছি তুমি আমার
সাময়িক সুখ ছিলে।
➪আমি কখনই ভাবিনি যে
আমাদের সম্পর্ক এত দুর্বল, শুধুমাত্র
একটি ভুল বোঝাবুঝি এটিকে
ব্রেকআপের দিকে নিয়ে যাবে।
🤣Funny status
— আমার টা মনে হয় কলি অবস্থায়…”🌱🍃🤣🤣
~ ছাগলে খেয়ে ফেলেছে.😂😂.🐐🐐🤣🤣
➪-গিটার তো সবাই বাজায় শুধু দোষ হয় চিকন ছেলেদের….!!🥵
➪°||° খেলা হবে বসার ঘরে🙈🙈🙈 __༊❥
༊❥আরে অশিক্ষিত °👤👤👥||
°||° লাইনটা আবার পর °||
°||° ___ভুল পরছিস.. 🙉😹😹😹
➪,,,বউ ছাড়া কাটিয়ে দিলাম আরো এক রাত,🙆♂️
আসসালামু আলাইকুম,,😍
শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো…..?
➪এক༎মাতাল༎মদ༎খেয়ে༎গোয়াল༎ঘরে༎ঢুকে,༎গরুর༎লেজ༎ধরে༎বলছে༎-😇
কিরে༎সুমাইয়ার༎মা༎প্রতিদিন༎দুইটা༎বেনী༎করিস༎আইজ༎একটা༎ক্যা।🐸
➪🐰/
বৃষ্টি হলেই -🌧️
একটা বউ এর অভাব Feel করি-!!👨🥺
➪😽🌹ღ۵࿐
❥一༊ বিছানায় হিসু করে দেওয়ার পর🙊,
মেয়ে টি😻Facebook a স্ট্যাটাস দিলো
বিপদ কখনো বলে আসে না।🥀😌🐸
༉💚🥰彡@
➪কানে হেডফোন লাগিয়ে গান গাচ্ছিলাম,🤧
পাপি পাপি ,,,পাপি চুলো ,,পাপি ডিংগামি ডিংগামি ,,,🙂
– আম্মু ঝাড়ুর বাড়ি দিয়ে বলে 🙂 চমলোক্ক 👻😔👈
➪কারো কলিজা কিডনি ভাঙ্গলে নক দিও…..😽
__𝐘𝐨𝐮𝐓𝐮𝐛𝐞- দেখে 𝐎𝐩𝐞𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 করা
শিখছি 🌚༎
একদম বিনা পইসাই জিবন শেষ করে দিমু•••😑😑
◆◆থুক্কু ◆◆
জিবন গরে দিমু…😁😁
𝐉𝐢 𝐤𝐚𝐤𝐤𝐮 𝐛𝐨𝐥𝐞𝐧,,, 😁
➪মেয়েরা🙁 এক সাইডে ওড়না দিয়া
কি বুঝায়?🙄 অল্পতেই সন্তুষ্ট থাকুন!🐸😂
➪__টয়লেটে বসে ও আমি ক্যাপশন দিতে পারি 🐸
__আর তোরা খাটে শুয়ে ও রিএক্ট দিতে পারছ না😡
___মুরগির দুধ খাইয়া মরে যা সব👉😎
➪°~•ভাবছি”ফেসবুকে”♡
°`•একটা”পোস্ট”করমু°`•▪~
°~•কিন্তু°~•♡▪
°~•করমু”না”°~•☆
°~•☆কারণ°~•♡
°~•আসকে”আমার”মন”ভালো”
°~○☆নেই”°~•☆☆▪,😩🐸
➪•😽💚
︵۵’একবার মন থেকে উঠে গেলে সামনে লুঙ্গি খুলে ড্যান্স দিলেও কাজ হবে না প্রিয়-//🙂💔
•🐰🐸😑
➪😁-তেঁতুল গাছে তেঁতুল ধরে-😋
🥶 – খেতে লাগে টক – 🤤
বিয়ার পরে বউ পিটামু👊
😝 এটাই আমার শখ 🙆♂️
➪প্রিয়ো Ex
~ ভেবো না ভুলে গেছি তোমায়!! 😒
আজও প্রতি রাতে অসংখ্য গালি দিয়ে 📣
তারপর ঘুমাই 😬😜😜
➪__বালিশ অবিষ্কারক তুমি বড়ই মহান 😳
__কোল-বালিশ কে দিয়েছো বউ এর সম্মান 🙈
➪I love you__অর্থ আমি তোমাকে ভালোবাসি🥴
এমন নতুন নতুন 😇
ইংরেজি শিখতে হলে,,😊
“// I love you 2 বলে আমার পাশে থাকো-💁♂️☺️
😏
➪– পার্কে দুইজন দাঁড়িয়ে চুমু খাচ্ছিলো💋___”🙈
– আমি গিয়ে বললাম বসে খান,
বসে খাওয়া সুন্নত..🥱!☺️
➪এই শহরের বাজারে তেল ,কাচা মরিচ,মাছ,মাংস, ডিম,ইত্যাদি প্রায় সব কিছু পাওয়া যায় 😃🙂
কিন্তু বউ পাওয়া যায় না 😭😭
➪🍀🍀★-পই!!! পই!! করে!! হিসেব!!!
🍂🍂★-করে!!! দেখলাম!!!
☘️☘️★-আমাকে!!!পটানোর!!!মতো!!!
🍁🍁★- মেয়ে !! এই!!!গুরুপে!! নাই 😼😼👈
➪– দু/ধ খেলে যদি বুদ্ধি বাড়তো.🙄
– তাহলে গরুর বা/চ্চাই তো ইঞ্জিনিয়ার হইতো।😜
➪ছেলেদেরকে পাঞ্জাবি গিফট করলে🙂
মেয়েদের চুল পরা কমে ও চুলের গোড়া শক্ত
হয়!🐱☺️🥀
➪তুই মশা….
°°°মশার মতো থাকবি…🤨
* উড়বি,,*ধুরবি,,*রক্ত খাবি,,😡…‼️
***তুই কেন কানের কাছে গান গাইবি..?😾
°°°অনেক বড় শিল্পি ভাবিস নিজেকে…⁉️,,😡🤬
➪─༅༎•༅༎•─
─༅༎• 😌🥀
ঠেলার নাম বাবাজী চেকা খাইলে হয়ে উঠে মস্তবড় কবি
༅༎•🙂💔
─༅༎•🌻༅༎•─
➪I Love You 🤭❤️
-সরি এইটা prank ছিল 🙈🙈 নিচে দেখেন
-ক্যামেরা🌺
—– 🎥📷📷——
—/🌺🙈
➪●───🥰😋
_প্রেম করমু _!!😒
_আগ্রহিরা হাহাহা+ wow রিয়েক্ট দেও_!!🚶😇
●───😽
➪– শা/লার inbox ta.!
_______ পদ্মা নদীর বালুচর হয়ে গেছে,🤧
~ কেউ ভুল করেও এই রাস্তায় আসতে চায় না.!🥴
-সবাই গ্রুপ থেকে লিভ নেও 🥺🥺
🙃❁ཻ͜͡ღ᭄
-আমি একটু একা থাকতে চাই😒😒!
➪༊ কি༐༐আজব༐༐একটা༐༐ঘটনা ࿐
😳
დ
🌿🦋ঘুম থেকে উঠে দেখি
✪
༊﹏ღ আমার লুংগি নাই😬༆࿐
➪– Book : আমি তোমাকে ভালোবাসি.!💘
– Me : আমিও তােমাকে ভালোবাসি.!💞
– Phone : আমি বেঁচে থাকতে কোনো দিন তােদের এক হতে দিবো না.!🙄✅
➪তুমি গাজা খাও কেন?
ব্রেকআপ হইসে তাই
ব্রেকআপ হইছে কেন?
গাজা খাই তাই🙄🙄
➪– মোবাইল টিপতে টিপতে বেগুন ভাজি দিয়ে ভাত
খেয়ে উঠে দেখি, সামনে মুরগির মাংসও ছিল.. 🥴🐸
➪😍ઊ⃝🥀আর নয় হতাশা😌ೋ⃝🥀
😇௺⃝🥀আর নয় ব্যার্থতা😉༃⃟🥀
❀⎯⎯⎯আসো আমার ইনবক্সে 😍༊⃟🥀
আর বলো ⎯⎯⎯ ❀
😍༊⃟🥀আই লাভ ইউ🥰༂⃝🥀
😇དྷ⃟🥀আর জিতে নাও আমাকে😍ྫྷ⃝🥀
➪__ღ༎-স্বপ্নে আইসা আকাম কর তুমি🥵
__ღ༎-আর দোষ হয় আমার-!!😐😶
➪🦋আজ পর্যন্ত একটা প্রেমও করতে পারলাম না.!🦋🥺
.. …… 🦋☘️☘️☘️🦋
🦋বাসর রাতে বউকে কি জবাব দিমু.!🦋🤧
➪🦋🥀࿐
ლ_༎ওরে কেউ আমারে দুই টাকার প্রেম দে ༎••༊🙂🖤
♡_༎খাইয়া মজা পাইলে ৫টাকার কিনবো༎_♡😌
সত্যি বলছি 🦋
➪💔🥀
এই শহরের মানুষ গুলো বড়ই বেইমান —-🙂😒😒
তাতে আমার কি —?🤔🙄—-;-
আমি তো গ্রামে থাকি–_—
🥱🙃🤘😂
➪_______🦋࿐
❞༎༊পোস্ট টা ভালো করে পরুন❞༎༊࿐🙂
❞༎༊কান্না আসবেই❞༎༊
❞༎༊আমি 𝐒𝐢𝐧𝐠𝐥𝐞❞༎༊࿐🥺
🦋🦋࿐🤭🌚🐸
➪___চলো সবাই একটা করে দুঃখের কথা বলি…!
___আমার লুঙ্গিতে পকেট নাই__😭🤣
➪🤪༆᭄̲̲̲̞̎̎͢༊═══❥বাবু ডিনার করছো ༊᭄
༊᭄বলার কেউ নেই ༊᭄❥┼─༊🙃🙂❗
😒༆᭄̲̲̲̞̎̎͢༊═══ তাই ডিনার করি না༊᭄🤨
༊᭄༊᭄༊᭄রাতে খেয়ে❥┼─দেয়ে༊ 🥴😳
🦋༆᭄̲̲̲̞̎̎͢༊═══❥ঘুমিয়ে পরি ༊🍁🤧
➪●───༉༆🌸🙂😇
-🐸সিহ ইউ নট ফোর মাইন্ডヅ-
‘ডু ইউ লাভ মি!!-🙄🙊’ “ヅ
🤦●───༆🤦
– তেমন কিছু বলিনাই ❞🥴🥱💔
______দেখলাম তোমরা পড়তে পারো কিনা 😒😒💝
➪চা থেকে কফি ☕ কফি থেকে বার্গার 🍔 আপনার ওপর ক্রাশ খেয়ে 🥰 আমার জীবন ছারকার 😁🖤💔🥀
➪࿋᭄ོ❝সময়টা!!খারাপ!!যাইতেছিলো!!তাই!!বুদ্ধি!! কইরা❞~😑
࿋᭄ོ
࿋᭄ོ
❝ঘড়ির!!ব্যাটারি!!খুইল্লা!!রাখছি❞🐸🙆♀️🐸🙆♀️🐸
➪ ෴ 💚෴
(👁 ¿ 👁)
`•.; 👄 .•’
💜
এই কেউ নজর দিবা না 🙅😒
🤭এটা রাকিবের bow🙈❤️
➪___😽🌹ღ۵࿐
❥一༊❝ না আছে ,gf, না আছে মামাতো -খালাতো
বোন,!🥀😔
– জীবনটাই বেদনা।🥀🥵🥴🥶
༉💚🥰彡
➪আস্তে”আস্তে”চেইনটা”খুলে😶
হাতটা”ভিতরে”ঢুকিয়ে”দিয়ে🙈
বইটা”বের”করে”পড়তে”বস😁😹
➪😒পরিক্ষার হলে যার কেউ নাই
তার উদ্দীপক আছে 🥱😼🥴
➪জু’তা চিনোছ জু’তা😡
– কালকে আমার জুতা ছিড়ে গেছে 🥺 🤦
➪⬤──🤐অনেক গবেষনা করার পর ❥━༎༅জানা গেলো 😇😇 彡🥰Messenger আমাদের জাতীয় খাতা 😾🐸
➪♦️-“I love you বিক্রি করতে আসছি-” 🙃
🍁-!”তুমি চাইলে অর্ডার দিতে পারো ডেলিভারি -“🥵
-“চার্জ চুম্মাহ-“🥵💋
➪,ওগো তুমি কই,,
,,,,,,,🌺জন্মের পর থেকে💐 তোমাকে 💐হারিকেন!!🥴জ্বালিয়ে খুজতাছি!!! 🥺🥺😄
!!তেল কিনার টাকা দিয়ে যাও🌻 🥴🥴🤭😹
➪__😜__বন্ধু কে মামা ডেকে বন্ধুর gf কে
ভাবি ডাকা একমাত্র বাংলাদেশেই সম্ভব 🤣😜
➪-Dear শশুর আব্বা………🥰😌
Give me your ছেরি……. 😚☺️
I will give you ডর্জন খানিক নাতিপুতি 😁😁
➪I wish🥰🙂
– কোনো একদিন ভীষন ঝড় হবে😎🌴🌴🌴
তুই উড়ে
এসে আমার কোলে পড়বি😁😂🙈
➪আম্মু ১ ঘন্টা বকার পর বলে,,,,,,
আমি কিছু বলমু না, তুই যা খুশি কর 🤣🤣🤣🤣
➪-ডিয়ার ভালোবাসা তাহ😑😑 ღ!!”.. আমি তোমার উপর যতটা দূর্বল!!”-࿐🙄🙈 ❥━━༉❝ আমি ইংরেজিতেও ততটা দূর্বল না!!”༊🐸
➪– এই অনলাইন জগত থেকে নিজের জন্য কিছু চাওয়ার নাই___😍 – সন্তানের জন্য একটা সুন্দর আম্মু চাই 😛🙈____
➪★–“আজ আমি খুব খুশি আজকে আমি নিজেকে টিভিতে—–দেখলাম,😃
–“যখন টিভি বন্ধ ছিল”!!😁
★
➪~ 🙁 চেহারা খারাপ 🌚
~ Voice খারাপ 🎤
~ Unsmart 😔
~ গরিব হ্যাঁ এটাই তুমি 🙃🥰
~ কি ভাবছো আমি আমার কথা কমু,,, 🙄😑😂
➪চিকন ছেলেরা যথেষ্ট পরিমান ভদ্র হলেও😇ღ❞࿐°🥀
চিকন মেয়েরা প্রচুর পরিমান লুইচ্চা হয়🤣ღ❞࿐°🥀
আমি না কবি
বলেছেন😌😌ღ
➪-🍀বুকে”চিন”চিন”করছে”হায়.☘️
.\
❤️❝ Gf.নাই”Gf.চাই.❞…….💔☘️
// \
☘️”আমরা”দু’জন”দু’জনারি”☘️#
\ //
🍃£ ,ফেসবুকের”দু’নিয়ায় °🍃..!
// \
🍃 : তুমি”মেসেজ”দিলে”হায়*.🍃}
\ //
🍀❝মুবাইল”হ্যাং”হয়ে”যায়*🍀🥺.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
➪༆⛄ আমাকে inbox করে 💥জিতে নাও ☺🙈
😎কচি একটা bf ° ᭄⎝⎝⚒
🐻!!-🐸!!-🐸
🙂😙🌺 🙂😗🌺
➪~♥~ মেরি জান
তোমার মনে একটু জায়গা দিবা..??😊
কথা দিচ্ছি আগুন….
জ্বালিয়ে দৌড় দিমু😔
🙃
➪আতা গাছে তোতা পাখি^^^ 🐦🐦
ডালিম গাছে মৌ 🤤🤤
(^^)লজ্জায় বলতে পারি না~~“`
_________/// আমি এখনি সিংগেল^_^ 🤤
➪▪– _কি হবে এই ইনবক্স দিয়া?😐
__যদি কেউ ম্যাসেজই না দেয়,😒
____বেইচা দিমু ইনবক্স, 😕
____কেউ কিনলে বইলেন।🙂🥺🥀
➪বাঙালিরা ব্যাটারি দিয়ে রিমোট
চালায় দুই মাস 😴
আর থাপড়াইয়া চালায় ৬ মাস 🥱
➪,,,🍂বুজতাছি না,,🙄🤔
🍂—আমার কপালে —🍂প্রেম নাই,, 😒😕😕
🍂—নাকি প্রেমের —🍂কপালে আমি নাই,,,,🥴🥴😶
➪আপনার বিশ্বাস হবে কিনা জানি না…🙄
আমার বয়স যখন ২ বছর,….🙋♀️
তখন আমি অনেক ছোট্ট ছিলাম..!😇🥱
➪༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎༅༎
বাহিরে বৃষ্টি হচ্ছে🙂
সবাই আমার প্রোফাইলে ঢুকে পড়ো
বৃষ্টি থামলে চলে যেও😑😝❀────✻❀────✻❀────✻❀────✻❀────✻
➪___♥__চোখ বন্ধ করলেই নাকি মনের মানুষের মুখ ভাইসা ওঠে 🥰🥰
আমি টেরাই করতে গেছিলাম
ঘুমাইয়া গেছি🥴😬😬
➪জীবনে চলার পথে যদি জুতা ছিড়ে যায় থেমে থাকবেন না 🙃 পুস্পা গানের নাচ দিতে দিতে সামনের দিকে এগিয়ে যাবেন 😜
➪I love u 😿🥀
তুমাকে না পেলে আমি
সেন্টার ফুট খেয়ে মরে যাবো🥺💔🥀
°কেয়ছা লাগা মেরে মাজাক🥴
➪🌿🌼
-আন্টি লুংগি পড়ে কই যান/😁
-বেয়াদব ছেলে! এটা লুংগি না
প্লাজু:-)🐸🏃♂️🙈
➪__জীবনের ৩টি কথা কখনো!♦️ কাউকে বলতে নেই __♦️🤗😔
(১)_____?
(২)_____?
(৩)_____?
♠️___যেহেতু বলতে নেই
তাই আর বললাম না ___♠️🙄🥱
➪– কি পড়ালেখা করলাম জীবনে,🙂
– ফুসকা আর জিলাপির ইংরেজি জানিনা এখনও!😌
➪🦋_____””প্রিয়
“”—-তুমি কার আকাশে উড়ো______🌺😤😼
🌸____””দোয়া করি ঐ “আকাশে”_____🙂💔
🌺____””ঠাডা পইরা মরো””______💔😼🤣😂🐸
____, 🤣😎
➪Facebook এ না আসলে বুঝতেই পারতাম না 🙄
Alex এবং Chowdhury বংশের এতো মানুষ আছে 😕
➪_______লুঙ্গি পরা সহজ কিন্তু সকাল বেলা🥴🐸
_______খুঁজে পাওয়া কঠিন 🐸🐸
➪– সবার ফোনে SMS আসে I Love You Jann.😘📩
– আর আমার ফোনে SMS আসে 54 টাকায় 2 GB মেয়াদ 3 দিন!📩😑
❝ღ᭄⊸🤧
-/ প্রপোজ আমিও পেয়েছি গাইস-🙈
যদিও ওইটা ফেক আইডি ছিল-😿
❝ღ᭄⊸😹
🎉Birthday Status
➪আমি বন্ধুত্বের সংজ্ঞা জানি না,,,,, কিন্তু, আমি জানি তু ইআমার বন্ধু। আমার সবথেকে ভাল বন্ধু..... *** জন্মদিনের শুভেচ্ছা বন্ধু ***
➪জীবনের সবচেয়ে ভালো ১টি উপহার হলো,,,, ১টি ভালো বন্ধু পাওয়া,,,,, যা সবাই পায়না। তাই তোমাকে বন্ধু হিসেবে পেয়ে আমি কৃতজ্ঞ,,,,, *** জন্মদিনের শুভেচ্ছা বন্ধু ***
➪জন্মদিন প্রত্যেক বৎসর ঘুরে - ফিরে আসে। কিন্তু,,, তোমার মতো বন্ধু আমার জীবনে একবারই এসেছে। তুমি আমার জীবনে আসার জন্য আমি খুব আনন্দিত। তোমার এই স্পেশাল দিনে তোমাকে অনেক শুভেচ্ছা জানালাম। **** জন্মদিনের শুভেচ্ছা বন্ধু****
➪সারাজীবন যেন আমি তোর বন্ধু হয়ে পাশে থাকতে পারি। আজকের দিনটা অনেক মজায় উপভোগ করে কাটা। খুব ভালো থাকিস। ****জন্মদিনের শুভেচ্ছা বন্ধু****।
➪শুভ জন্মদিন বন্ধু,,,,,,,,,, আশা করি আজকের এই দিবসটি তোমার জীবনে বয়ে নিয়ে আনুক আনন্দের বন্যা। ***শুভ জন্মদিন বন্ধু ****
➪সুখে কাটুক বন্ধু তোমার আজকের দিন,,,,,,,, জানাচ্ছি আজ বন্ধু তোমায় ------- শুভ জন্মদিন
➪তর জন্যে ভালবাসা,,,,, লক্ষ গোলাপ জুঁই,,,,,,, হাজার লোকের ভিরে বন্ধু আমার,,,,, থাকবি হৃদয়ে তুই। ***শুভ জন্মদিন দোস্ত***
➪আজকের এই স্পেসাল দিন-এ হয়ে ওঠো আরও নবীন,,,,,,, ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন ! ***শুভ জন্মদিন বান্ধবী***
➪জন্মদিন পত্যেক মানুষের জীবনের বিশেষ দিনের মধ্যে ১টি। আজকের তোমার সেই বিশেষ দিন,,,, জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা রইলো আমার প্রিয় বন্ধুটির জন্য।
➪তোমার বন্ধুত্বে আমি মুগ্ধ,,,,,,,, আশা করি, যেমন আছো ঠিক তেমনি থাকবে সারাজীবন আমার বন্ধু হয়েই,,,,, শুভ জন্মদিনের শুভেচ্ছা বন্ধু।
➪তোমার মতো এমন বন্ধু কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়,,,,, তাই আশা করছি তোমার জন্মদিনের খুশি এবং মুহূর্তগুলোও তোমার কাছে অমূল্য হবে। *** জন্মদিনের শুভেচ্ছা বন্ধু ***
➪তোমাকে জানায় তোমার জন্মদিনের অঢেল শুভেচ্ছা এবং একটি সুন্দর এবং সফল বছর পার করার শুভেচ্ছা। ধন্যবাদ এত ভালো একজন বন্ধু হওয়ার জন্য।
➪শুভ জন্মদিন বন্ধু। যেহেতু তুমি আমার সবচেয়ে ভালো একজন বন্ধু,,, তাই আমি দোয়া করি তোমার জীবনের সবকিছুই যেন অত্যন্ত ভালো হয় এবং সামনের জীবনে উপভোগ করতে পারো।
➪আজকে তোমার এই জন্মদিনে সবকিছু হউক নতুন করে,,,, সুখের স্মৃতিটুক থাক কাছে,,,, দু:খগুলো যাক দুরে। জড়া জীর্ণ অতীতটাকে রেখোনা আর মনে নব উদ্দমে কাজ করো নবীন এই দিনে। ***শুভ জন্মদিন বন্ধু ****
➪আপু - তুমি আমার নিকট অনেক দামী,,,,, তোমার মত একটা বোন পেয়ে আমি নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করি,,,,,,,,,,,, ****শুভ জন্মদিন আপুমনি****
➪মুছে যাক সব দুঃখ.,,,,, ধুয়ে যাক কষ্ট আজকের এই জন্মদিনে হয়ে যাক তোমার সব খারাপ নষ্ট। ***জন্মদিনের শুভেচ্ছা****
➪আজ আমার সবথেকে ভালো বন্ধুটির জন্মদিন,,,,, আর এই বিশেষ দিনে তোমায় জানাই আমার হৃদয়ের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেছা এবং আশা করছি আরও এমন শত শত জম্মদিন কাটাতে পারবো তোমার সাথে।
➪বন্ধু কখনও অবহেলা নয়,,,,, বন্ধুকে হ্রদয় মাঝে গেথে রাখতে হয়। বন্ধু হলো সুখ - দুঃখের সাথী, এমন বন্ধু রেখো না,,,,,,,,,,,,যে তোমার করে ক্ষতি।।। *** শুভ জন্মদিন প্রিয় বান্ধবী আমার***
➪আপনার মতো বড় ভাই পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। আপনাকে আমি ভাই হিসাবে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। ***জন্মদিনের শুভেচ্ছা ভাই***
➪শুভ জন্মদিন দাদা ভাই। আলোকিত হোক তোমার ভবিষ্যৎ। প্রতিটা দিন কাটুক সুন্দর ভাবে। সুখ দিয়ে পরিপূর্ণ হোক জীবন।
➪তুমি আমার সবচেয়ে কাছের মানুষ,,,,,,, আমার বেস্ট ফ্রেন্ড,,,,,। যদিও আমার জিনিস তোমার সাথে ভাগ করতে অপছন্দ করি😜,,,। তবুও তোমার সাথে কাটানো প্রতিটা মুহুর্ত আমি উপভোগ করি,,,,,, তুমি আমার সবচেয়ে স্পেশাল মানুষ। ***শুভ জন্মদিন ভাই***
➪সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক তোমার,,,,, পূরণ হোক প্রতিটি স্বপ্নপ্রতিটি আশা,,,, বেঁচে থাকো হাজার বছর ধরে। ****শুভ জন্মদিন ভাই****
➪আমি জীবনে সবসময় একজন মানুষকে আমার পাশে পেয়েছি। সে হলো আমার বড় ভাই। তোমার মতো ভাইকে পেয়ে গর্বিত,,,,,. তোমাকে সবথেকে বেশি ভালোবাসি,,,,,, ****শুভ জন্মদিন বড় ভাই****
➪সুন্দর এই দুনিয়াতে সুন্দরতম জীবন হোক তোমার,,,,,,,পূরণ হোক প্রত্যেকটি স্বপ্ন, প্রত্যেকটি আশা,,,,,,বেঁচে থাকো হাজার বছর ধরে। ***শুভ জন্মদিন প্রিয়তমা***
➪তুমি হয়তো পৃথিবীর সবচেয়ে ভালো মেয়েটি ছিলে,,,,,,,, তবে আমি ভাগ্যবান যে আমি তুমার মতো মিষ্টি দুষ্ট একটা মেয়েকে ভোন হিসাবে পেয়েছি,,,,,, জন্মদিনের শুভেচ্ছা বোন।
➪জানি তোকে অনেক জালিয়েছি,,,,,,,,। তোর আনেক সময় নষ্ট করেছি,,,,,। জানি তোর সাথে আনেক ঝগড়া করেছি,,,,,। কিন্তু আমি তোকে সবচেয়ে ভালোবাসি আপু........।
➪তোমাকে আমি অনেক ধন্যবাদ জানাই কারণ,,, তুমি এই দুনিয়ার সবচেয়ে ভালো বোন। তোমার চেয়ে এতো ভালো আমায় কেউ বলে না,,,, তোর মত এত ভালো কেউ আমায় ভালোবাসে না। আজ এই দিনে তুমায় জানাই আমি শুভ জন্মদিন*****।।।।
➪ভাইয়া এখন তোমার বয়স 22 বছর। এখন আইনত কাজটা সেরে আমাদের জন্য সুন্দর একটা ভাবি এনে দাও। ***শুভ জন্মদিন বড় ভাই***
➪হাসি ভরা মুখ হৃদয়ে থাকা সুখ,,,,,,,, ভেসে যাক তোমার সাথে,,,,, পায়ে পায়ে রোজ হোক সবুজ,,,,,, ভবিষ্যত তোমার হাতে,,,,, ভালো যত আছে সব,,,,, ঘিরে থাক তোমায়,,,,,, এমন শুভক্ষণে তোমাকে ---- জন্মদিনের শুভচ্ছা জানাই।।
➪তোর জন্যে ভালোবাসা,.,,,, লক্ষ গোলাপ জুঁই,...,,,, হাজার লোকের ভিরে আমার, থাকবি হৃদয়ে তুই। ***শুভ জন্মদিন প্রিয়তমা***
➪ফুলের হাসিতে হ্রদয়ের খুশিতে,,,,,,,, সোনালী রোদ্দুরে সবুজের বুকেতে,,,,,, লাগছে আজ অনেক রঙিন ওলিরা গানে গানে ফুলের কানে কানে,,,,,, বলছে আজ সেই শুভ দিন....***শুভ জন্মদিন***
➪আজ বাতাসে* সুবাসিত স্নিগ্ধতা,,,,, পাখিরা সারি সারি গাইছে গান,,,,,, প্রকৃতি নতুন করে হয়েছে রঙিন,,,,, ফুলেরা সব ফুটেছে বাগানে,,,,, আজ আমার সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিন ---- !!!!শুভ জন্মদিন !!!!
➪মহান আল্লাহর আশীর্বাদে তোমার প্রত্যেকটি দিন কাটুক নতুন নতুন সুখের চোয়ায়,,,,,,। আর তোমার চারিপাশে ছড়িয়ে থাকুক,,, খুশির নানান আভাস। ****জন্মদিনের শুভেচ্ছা পিয়তমা****
➪সব মানুষেই তো ফুল দিয়ে উইশ করে। আমি না হয় হৃদয় দিয়ে করবো। কেউ মুখে বলবে আবার কেউ গিফট দিবে। আমি না হয় স্ট্যাটাস দিয়ে বললাম। *** Shovo jonmodin ***
➪আজকের এই দিনটি আমার কাছে সবসময় ব্রাইট এবং সুন্দর কারণ, আমার জীবনের ভালোবাসা এই দিনে জন্মগ্রহণ করেছে। *** জন্মদিনের অঢেল শুভেচ্ছা***
➪জন্মদিন* মানুষের জীবনের একটি বিশেষ দিন। আজকের তোমার সেই বিশেষ দিন,,,,,, জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা রইলো তোমার জন্য। *** শুভ জন্মদিনে সোনা***
➪তোমার হাসি আমার জীবনে সবচাইতে বড় আনন্দ। আজকে এই দিনটা তোমার। তাই আজকের দিনটা আনন্দের সঙ্গে উপভোগ কর। ***শুভ জন্মদিন জান***
➪সুন্দর এই ভুবনে, সুন্দরতম হোক তোমার জীবন,,,,, পূরণ হোক প্রতিটি স্বপ্ন,,,,,, প্রতিটি আশা,,,,, বেঁচে থাকো হাজার বছর !!!।।।
➪মুছে দিও পুরোনো বেদনা,,,,,,,, খুলে দিও মনেরই জানালা,,,,,,,,, ভুলে যাও বেথার দিনগুলি, মুছে ফেলো চোখের পানি,,,,,,, ঝরে যাক দুঃখ দুর্দশা, মনে জাগাও সব নতুন নতুন আশা। ***শুভ জন্মদিন***
➪জন্মদিনের শুভেচ্ছা....., পৃথিবীর ভালোবাসা,,,,,, পৌঁছবে তোমার কাছে,,,,,, আমার এই আশা,,,,, এই কবিতা পরে তুমি হাসবে হয়তো,,,,,, কে বা জানে উদ্দেশ্য সফল হবে,,,,, যদি এই মেসেজ একটু হাসি তোমার মুখে আনে।
➪বাসনা কামনা স্বপ্ন সাধনা,,,,,, তুমি প্রদীপের আলো। তোমার হাসিতে তোমার খুশিতে,,,, ভুবন লাগে ভালো।। পৃথিবী যত দিন থাকবে,,, ততোদিন থাকুক তোমার ঐ হাসি,,,, অনেক বড় হও,,, দেখুক তোমাকে এই বিশ্ববাসী ***jonmodiner status***
➪কিছু কথা অব্যক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়, কিছু ভালবাসার স্মৃতি নিরবে কাদে। শুধু এই দিন সব ভুলিয়ে দেয়। শুভ জন্মদিন!!
➪রাজার আছে প্রচুর ধন..,,,, আমার আছে সুন্দর মন,,,,... পাখির আছে ছোট্ট বাসা,,,... আমার মনে একটি আশা,...,,, দিবো তোমায় ভালোবাসা ****শুভ জন্মদিন****
➪সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক তোমার,পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা,বেঁচে থাকো হাজার বছর ধরে। ~শুভ জন্মদিন~
➪দারুন দিনটায় জানাই অভিনন্দন।। চলার পথে সৌভাগ্যবান থেকো,,,,, আগামী জীবনটা আনন্দময় হোক এই আশা করি।। আজ দিনটা ভালোভাবে উপভোগ করো। ***শুভ জন্মদিন***
➪আর ১টা বছর এসে গেল,,,, বেড়ে যাবে আর ১টা মোমবাতি,,,, কাল ও ছিলাম আজও আছি তোমার পথ চলায়,,,, প্রমিস করছি থাকবো সারাটা জীবন ! ***শুভ জন্মদিন স্ট্যাটাস***
➪অতীতের সব কষ্টগুলো ভুলে যাও,,,,, মন দাও বর্তমানের দিকে,,,,, অনেক অনেক খুশির জোয়ার আসুক তোমার জীবন জুড়ে ***jonmodiner Shuveccha status***
➪ফুলের হাসিতে প্রাণের খুশিতে,,,,,, সোনালী রোদ্দুরে সবুজের বুকেতে,,,,, লাগছে আজ অনেক রঙিন,,,,, ওলিরা গানে গানে ফুলের কানেকানে বলছে আজ সেই শুভ দিন ***শুভ জন্মদিন***
➪আরো একটি বছর করলে তুমি পার, সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি বার বার। ~শুভ জন্মদিন
➪আর একটা বছর এসে গেল, বেড়ে যাবে আর একটা মোমবাতি, কাল ও ছিলাম আজও আছি তোমার পথ চলায়, প্রমিস করছি থাকবো সারাটা জীবন ! হ্যাপি বার্থডে!
➪আজ বাতাসে সুবাসিত স্নিগ্ধতা, পাখিরা সারি সারি গাইছে গান, প্রকৃতি নতুন করে হয়েছে রঙিন, ফুলেরা সব ফুটেছে বাগানে, আজ আমার সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিন…. “শুভ জন্মদিন”
➪অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও… মন দাও বর্তমানের দিকে.. অনেক অনেক খুশির জোয়ার আসুক তোমার জীবন জুড়ে… শুভ জন্মদিন….
➪আল্লাহর আশীর্বাদে তোমার প্রতিটি দিন কাটুক
নতুন নতুন সুখের আতিশয্যে.
আর তোমার চারিপাশে ছড়িয়ে থাকুক
খুশির নানান আভাস।
~শুভ জন্মদিন~
➪নতুন সকাল , নতুন দিন নতুন করে শুরু, যা হয় না যেন শেষ. জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে পাঠালাম তোমায় এই এস এম এস ! শুভ জন্মদিন !!
➪এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে, যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে. হ্যাপি বার্থডে !!
➪আসুক ফিরে এমন দিন হোক না তোমার সব রঙিন জনম জনমের তরে, তোমার এই শুভ জন্মদিনে বারে বারে পড়ছে মনে যতই থাকি না দুরে।।
➪আশা রাখি জীবনের আনন্দযাত্রায় কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না .. জন্মদিনের শুভেচ্ছা নিও ..
➪দারুন দিনটায় জানাই অভিনন্দন, চলার পথে সৌভাগ্যবান থেকো, আগামী জীবনটা আনন্দময় হোক এই আশা করি, আজ দিনটা ভালোভাবে উপভোগ করো। ~শুভ জন্মদিন~
➪এই বারেতে একটু খানি, কাটিয়ে ঘুমের রেশ , চোখটি মেলে চেয়ে দেখো, আরো একটি বছর শেষ। ~শুভ জন্মদিন~
➪আজ তোমার জন্মদিন, জীবন হোক তোমার রঙিন, সুখ যেন না হয় বিলীন, দুঃখ যেন না আসে কোনো দিন। ~শুভ জন্মদিন~
➪অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে,
মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে,
দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে,
অসীম সুখ বয়ে আসুক
তোমার জীবন জুড়ে
~শুভ জন্মদিন~
➪সাগরের ঢেউ ফুলের সুগন্ধ, রাতের তারারা সবাই জড়ো হয়েছে তোকে একসাথে বলতে। ~শুভ জন্মদিন~
➪জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই আমার জানা সুন্দর মানুষটিকে, তোমার একটা হাসিতে আলোকিতো হয় চারিদিকে, অনেক ভালোবাসা রইলো তোমার জন্য!
শেষ কথা ➡️ এই পোস্টে আপনাদের জন্য Best 1000+ Facebook Caption Bangla নিয়ে এসেছি । এই সব সুন্দর ক্যাপশন দিয়ে ফেসবুক এ আপনার ভাবনা প্রকাশ করতে পারবেন। আপনার মতামত এবং প্রতিক্রিয়া অত্যন্ত মূল্যবান এবং আমরা সব সময় তাদের স্বাগত জানাই। এই রকম আরো পোস্ট চাইলে কমেন্ট করে আমাদের জানান। আবার আপনার সাথে দেখা হবে পরবর্তী পোস্টে। ধন্যবাদ।
আমার জীবন বিডিতে নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url